বুধবার ● ১২ জুলাই ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ক্লাসফাঁকি দিয়ে শিক্ষার্থীদের পার্কে আড্ডার প্রবনতারোধে পুলিশের উদ্যোগ
ক্লাসফাঁকি দিয়ে শিক্ষার্থীদের পার্কে আড্ডার প্রবনতারোধে পুলিশের উদ্যোগ
ময়মনসিংহ অফিস :: ময়মনসিংহের কোতয়ালি থানা পুলিশের উদ্যোগে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষার্থীদের পার্কে না আসার আহ্বানের পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহন করা হয়েছে।১২ জুলাই বুধবার দুপুরে নগরীর ব্রহ্মপুত্র নদের তীরে গড়ে ওঠা জয়নুল আবেদিন পার্কে এ বিষয়ে প্রচারণাও চালিয়েছেন কোতয়ালি মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম।
ওসির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রশংসা করেছেন স্থানীয়রা। তারা বলছেন, এতে স্কুল, কলেজ পড়ুয়া ছেলে-মেয়েরা ক্লাস ফাঁকি দিয়ে পার্কে আড্ডা দেবে না। সেইসাথে পুলিশের এই উদ্যোগে অভিভাবকদের দুশ্চিন্তাও অনেকটা কমবে।
ওসি কামরুল ইসলাম বলেন, ‘প্রতিদিন ক্লাস ফাঁকি দিয়ে স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা পার্কে বা বিনোদনের জায়গাগুলোতে আড্ডা দেয়ায় শিক্ষার্থীদের লেখাপড়ার অনেক ক্ষতি হচ্ছে। তারা ঠিকমত ক্লাস না করায় পরীক্ষার সময়ও রেজাল্ট খারাপ হচ্ছে। তার জন্যই পুলিশের উদ্যোগে নগরীর সকল শিক্ষার্থীকেই শিক্ষা প্রতিষ্ঠান চলাকালীন ফাঁকি না দিয়ে ভাল ভাবে লেখাপড়া করার আহবান জানানো হচ্ছে।’
তিনি বলেন,অনেক অভিভবাকরা ছেলে মেয়েদের নিয়ে সব সময় টেনশনে থাকেন। তাদের ছেলে ও মেয়ে কখন কোথায় যাচ্ছে অভিভাবকরাও ঠিকমতো জানতে পারছে না। তারা যেন নিশ্চিত থাকতে পারে সে জন্যই এই ব্যবস্থা গ্রহন করা হয়েছে