বৃহস্পতিবার ● ১৩ জুলাই ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়ার খোরশেদ তালুকদার সড়কের বেহাল দশা
রাঙ্গুনিয়ার খোরশেদ তালুকদার সড়কের বেহাল দশা
রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (২৯ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৫০মি.) রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ৯নং ওয়ার্ড খোরশেদ তালুক সড়কের বেহাল দশা হলেও দেখার কেউ নেই। সড়কের পুর্ব দিকে নতুন পাড়া কুরমা খালের পানিতে সাম্প্রতিক পাহাড়ি ঢলের বন্যায় সড়কটি বিধ্বস্ত হয়েছে। সড়কের অধিকাংশ স্থানে বিচ্ছিন্ন হয়ে জন চলাচল বন্ধ হয়ে গেছে। এই এলাকার হাজার হাজার জন সাধারণের চলাচলের জন্য একমাত্র সড়কটি বিধ্বস্ত হওয়ায় জন দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। স্থানীয় ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মোহাম্মাদ জাবের হোসেন জানান, চলাচলের জন্য সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করেন। এলাকার কৃষকরা এটি দিয়ে তাদের প্রয়োজনীয় উপকরণ ও উৎপাদিত ফসল বাজারজাত করেন। এটি দিয়ে এলাকার শত শত শিক্ষার্থী তাদের শিক্ষা প্রতিষ্ঠানে আসা-যাওয়া করেন। অথচ দীর্ঘদিন ধরে সড়কের এই বেহাল দশা হলেও দায়িত্বরত জনপ্রতিনিধির কোন খবর নেই। একবার দেখতে পর্যন্ত আসেনি।দুই কিলোমিটার দীর্ঘ সড়কের অধিকাংশ স্থানে ভাঙ্গলেও দুই স্থানে প্রায় ১’শ ফুট ও পঞ্চাশ ফুট করে দুটি বড় বিধ্বস্ত স্থানে মানুষ ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন। ইউপি চেয়ারম্যান আহমেদ সৈয়দ তালুকদার জানান, ‘শুধু এই সড়ক নই, গত বন্যায় ইউনিয়নের অধিকাংশ সড়ক এবং সারা রাঙ্গুনিয়ার ১২৪টি সড়ক এভাবে বিধ্বস্ত হয়ে মানুষের চলাচলে খুব কষ্ট হচ্ছে। ইতিমধ্যেই প্রিয় নেতা ড. হাছান মাহমুদ এমপি জরুরী ভিত্তিতে সড়ক মেরামতে ৫ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছেন। সংশ্লিষ্ট কতৃপক্ষ বরাবর ইউনিয়নের বিধ্বস্ত সড়কের তালিকা প্রেরণ করেছি। আশা রাখি এটি সহ সবগুলা সড়ক সংস্কার কাজ খুব শীঘ্রই শুরু হবে।’