শুক্রবার ● ১৪ জুলাই ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সাংবাদিক শামসুল আলম স্বপনের নামে ৫৭ ধারায় হয়রানিমূলক মামলা করায় রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাব নিন্দা
সাংবাদিক শামসুল আলম স্বপনের নামে ৫৭ ধারায় হয়রানিমূলক মামলা করায় রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাব নিন্দা
ষ্টাফ রিপোর্টার : (৩০ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.০১মি.) গত ১০ জুলাই সোমবার মিলন উল্লাহ নামের এক সাংবাদিক বাদি হয়ে বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসেসিয়েশন-বনপা সভাপতি ও বিজয় নিউজ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক শামসুল আলম স্বপনের নামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় কুষ্টিয়া মডেল থানায় হয়রানিমূলক মামলা দায়ের করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাব।
১৪ জুলাই শুক্রবার সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর নিজস্ব কার্যালয়ে রাঙামাটি হাসপাতাল এলাকায় রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে সভাপতি নির্মল বড়ুয়া মিলনের সভাপত্বিত্বে বিকাল ৫টায় একসভা অনুষ্ঠিত হয়।
এসময় ৫৭ ধারায় ২-৩ জন সাংবাদিক আক্রান্ত হয়েছেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর জাতীয় সংসদে দেওয়া বক্তব্যের সমালোচনা করেন রাঙামাটি জেলা অনলাইন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসেসিয়েশন-বনপা সভাপতি ও বিজয় নিউজ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক শামসুল আলম স্বপনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় দায়ের করা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ (২) ধারায় মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি করা হয়। মামলা প্রত্যাহার করা না হলে আগামী ১৭ জুলাই থেকে রাঙামাটি জেলা অনলাইন গলমাধ্যমের সাংবাকিদরা কলম বিরতি, মানববন্ধন, সাংবাদিক ও গণমাধ্যম বান্ধব নয় এমন ধরনের তথ্যমন্ত্রীকে অপসারন দাবিতে স্বারকলিপি প্রদান ও বিভিন্ন কর্মিসূচির সিদ্ধান্ত নেয়া হয়।