বুধবার ● ১৮ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » ভাঙ্গুড়ায় দিলপাশার ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লাখ টাকার বৃক্ষ কাটার অভিযোগ
ভাঙ্গুড়ায় দিলপাশার ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে লাখ টাকার বৃক্ষ কাটার অভিযোগ
ভাঙ্গুড়া(পাবনা) প্রতিনিধি :: পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়ন চেয়ারম্যান অশোক কুমার প্রণো ঘোষের বিরুদ্ধে প্রায় লাখ টাকা মুল্যের একটি বৃক্ষ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে ৷ বুধবার সকালে স্থানীয় সাংবাদিকরা সেখানে গিয়ে শত বছরের প্রাচীন ঐ আম বৃক্ষটি কাটা হচ্ছে দেখতে পান ৷ স্থানীয় ব্যক্তিরা জানান,বৃক্ষটি সরকারি সম্পত্তির উপর রয়েছে ৷ দিলপাশার ইউনিয়ন ভূমি অফিসে খোঁজ নিয়ে জানা যায়,পুরাতন খতিয়ানে এই সম্পত্তি পিরপাল খানেযোদ্ধা ও কোমর উদ্দিন ফকিরের নামে রেকর্ড থাকলেও দখল বিষয়ক মন্তব্যে হিন্দু ও মুসলিম সাধারণের জন্য ব্যবহার্য্যের কথা উল্লেখ রয়েছে ৷ প্রায় শত বছর পতিত থাকার পর ১৯৮৭ সালে এ সম্পত্তির উপর দিলপাশার ইউনিয়ন পরিষদের আধাপাকা একটি ভবন নির্মাণ করা হয় ৷ তখন থেকে দিলপাশার ইউনিয়ন পরিষদের আঙ্গিনা হিসেবে এটি ব্যবহৃত হচ্ছে ৷ আর প্রাচীন ঐ বৃক্ষটি সবুজ ডালপালা নিয়ে মানুষকে সুশীতল ছাঁয়া প্রদান করছিল ৷ বর্তমান চেয়ারম্যান প্রণো ঘোষ ইউনিয়ন তহশিলদার নজরুল ইসলামের সহযোগিতায় সম্পূর্ণ অবৈধ ভাবে বৃক্ষটি কেটে আত্নসাতের চেষ্টা করছেন বলে এলাকাবাসীর অভিযোগ ৷ এসি ল্যান্ডের দায়িত্বে থাকা ইউএনও মোঃ শামছুল আলম বলেন লোক মুখে শোনা মাত্র বুধবার দুপুরে ঘটনাস্থলে তিনি সার্ভেয়ার পাঠিয়েছেন ৷ চেয়ারম্যান প্রণো ঘোষ বৃক্ষটি তার নির্দেশে কাটা হচ্ছে স্বীকার করে বলেন,সাংবাদিক বা প্রশাসন কারোই গাছ কাটায় বাঁধা দেয়ার এখতিয়ার নেই ৷ তহশিলদার নজরুল অবশ্য তার বিরুদ্ধে উথ্থাপিত অভিযোগ অস্বীকার করলেও বৃক্ষ কাটার বিষয়টি সহকারি কমিশনার(ভূমি) কে কেন জানানো হয়নি তার কোন সদুত্তর দিতে পারেননি ৷ বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রাচীন আম বৃক্ষটি চেয়ারম্যানের লোকেরা মাটিতে ধরাসায়ী করেছে বলে জানা গেছে ৷ আপলোড : ১৮ নভেম্বর : বাংলাদেশ : সময় : রাত ১০.৩৪ মিঃ