মঙ্গলবার ● ১৮ জুলাই ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » বরগুনায় নৌকা ও ধানের শীষে টিকেট প্রত্যাশী যারা
বরগুনায় নৌকা ও ধানের শীষে টিকেট প্রত্যাশী যারা
বরগুনা প্রতিনিধি :: (৩ শ্রাবণ ১৪২৪: বাঙলা: বাংলাদেশ সময় বেলা ১.১৭মি) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নেতা কর্মী গোছানোর চেষ্টা ও কেন্দ্রীয় কমিটির নেতাদের মন জোগানোর জন্য ব্যস্ত সময় পার করছে মনোনয়ন প্রত্যাশিরা। দুটি আসন বরগুনা-১ সংসদীয় আসন ১০৯ (বরগুনাসদর-আমতলী-তালতলী), বরগুনা-২ সংসদীয় আসন-১১০ (পাথরঘাটা-বেতাগী-বামনা) আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের প্রকাশ্য প্রচারণা থাকলে ও নীরবে দলীয় নেতাকর্মী ও জনসাধারনের মন জয় করার চেষ্টা করছে বিএনপির প্রার্থীরা। অন্যদলগুলোও বসে নেই।
সিনিয়র নেতাদের পাশাপাশি জুনিয়র জনপ্রিয় নেতারাও মনোনয়নের প্রত্যাশা করছেন। মনোনয়ন প্রত্যাশীরা তৃণমূল নেতাকর্মীদের সাথে শোভনীয় আচরণ দেখিয়ে জনসমর্থন আদায়ের জন্য কেউ কেউ সাহায্যের হাত বাড়িয়েছেন । অনেকে ছুটে যাচ্ছেন অবহেলিত মানুষের কাছে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
বরগুনা -১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য এ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু , এ আসন থেকে তিনি পাচঁ বার নির্বাচিত হয়েছেন। আগামী নির্বাচনে দলীয় মনোনয়ন প্রায় নিশ্চিত করে মাঠে রয়েছেন তিনি।
এ আসনে শক্তিশালি প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যান মো: দেলোয়ার হোসেন, সাবেক জেলা পরিষদ প্রশাসক আলহাজ জাহাঙ্গীর কবির, এ ছাড়া মনোনয়ন প্রত্যাশির তালিকায় আমতলী থেকে জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম সরোয়ার ফোরকান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বরগুনা সরকারী কলেজের সাবেক ভিপি গোলাম সরোয়ার টুকু ও জেলা আওয়ামী লীগের সদস্য মশিউর রহমার শিহাব।
এ আসনে বিএনপির সভাপতি মাহবুবুল আলম ফারুক মোল্লা, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ মতিউর রহমান তালুকদার, জেলা বিএনপির সাধারন সম্পাদক এস এম নজরুল ইসলাম, জেলা কৃষক দলের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান লে.কর্নেল (অব:) আবদুল খালেক,কেন্দ্রীয় কমিটির সদস্য মো: নজরুল ইসলাম মোল্লা দলের মনোনয়ন প্রত্যাশা করছে। তিনি বার বার নিবাচিত সাবেক ইউপি চেয়ারম্যান।
এ আসনে তরুণদের মধ্যে কেন্দ্রীয় কমিটির সহ শ্রম বিষয়ক সম্পাদক ও বিমান শ্রমিক দলের সভাপতি মো: ফিরোজ-উজ-জামানের নাম শোনা যায়। কিন্তু তাকে তৃণমূলের অনেকেই চেনা না।
জাতীয় পারটির কেন্দ্রীয় কমিটির নেতা মো: শাহজাহান মুনছুর।
বরগুনা-২ আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশা করছে সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন। কেন্দ্রীয় যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক সুবাস চন্দ্র হাওলাদার, প্রয়াত সংসদ সদস্য গোলাম সবুর টুলুর কন্যা ফারজানা সবুর রুমকি, বামনা উপজেলা চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধা। , বরগুনা জেলা আওয়ামীলীগের. সাবেক. সহ - সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মরহুম প্রফেসর ড. আবুল হোসেন সিকদার এর জ্যেষ্ঠপুত্র, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক। প্রাইম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাষ্টিজ‘র সেক্রেটারী জেনারেল, ফিরোজ মাহমুদ হোসেন টিটু , পাশাপাশি এ আসনে সাবেক বোতগী উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র গোলম কবীরের ও টিকিট প্রত্যাশার গুঞ্জন পাওয়া যায় তবে তৃণমূলে সাবেক সংসদ সদস্যর মেয়ে রুমকি,সুভাস চন্দ্র, ফিরোজ মাহমুদ টিটু জনপ্রিয়তা অর্জন করেছে বলে জানিয়েছে এলাকার অনেকেই।
এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে দলের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন , সাবেক সংসদ আলহাজ্ব নুরুল ইসলাম মনি, বেতাগী উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান মিয়া।
এ ছাড়া ইসলামী আন্দোলন থেকে সাবেক স্বতন্ত্র সংসদ গোলাম সরোয়ার হিরু। তবে বরগুনা জেলাকে সংসদীয় ৩টি আসনে বিভক্ত করা হলে আসতে পারে আরও অনেক নতুন মুখ। আগামী পর্বে থাকবে তাদের সম্পাদের হিসাব।