বুধবার ● ১৯ জুলাই ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পানছড়িতে মতবিনিময় সভা
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পানছড়িতে মতবিনিময় সভা
পানছড়ি প্রতিনিধি :: (৪ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১.৪০মি.) খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষা কর্মকর্তা, গুনীজন, রাজনৈতিক দলের নেতৃবর্গ ও জনপ্রতিনিধিদের নিয়ে শিক্ষার গুনগত মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুলাই মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে পানছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা।
সভায় নিজনিজ বিদ্যালয়ের সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন, পুজগাং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আবছার, মুসলিমনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাবুল মিয়া, মোল্লাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নেয়ামত উল্ল্যাহ (রিপন)‘সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন। এছাড়াও কোন প্রক্রিয়ায় শিক্ষার মানোন্নয়ন করা যায় ও বিভিন্ন সমস্যাদি জানতে শিক্ষকদের পক্ষ থেকে উম্মুক্ত আলোচনা করা হয়।
এ সময় বিদ্যালয় সমুহের সমস্যাদি কাগজে লিপিবদ্ধ করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বরাবর প্রেরণের জন্য প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নির্দেশ প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি সর্বোত্তম চাকমা, বিশেষ অতিথি জেলা পরিষদ সদস্য সতীশ চন্দ্র চাকমা, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. বাহার মিয়া বিভিন্ন সদস্যাদি ক্রমান্বয়ে নিরসন কল্পে আশ্বাস প্রদান করেন।
উপজেলা সহকারী রিসোর্স ইন্সট্রাক্টর মোঃ খলিলুর রহমান জাহিদের পরিচালিত সভায় আরো উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মইনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জয়নাথ দেব, রিসোর্স ইন্সট্রাক্টর নিরুপম আচার্য্য, পানছড়ি প্রেস ক্লাবের সভাপতি নতুন ধন চাকমা, ১নং লোগাং ইউপি চেয়ারম্যান প্রত্যুত্তর চাকমা, ৩নং পানছড়ি সদর ইউপি চেয়ারম্যন মোঃ নাজির হোসেন, ৪নং লতিবান ইউপি চেয়ারম্যান কিরণ ত্রিপুরা, ৫নং উল্টাছড়ি ইউপি চেয়ারম্যান বিজয় চাকমা প্রমূখ।