বুধবার ● ১৯ জুলাই ২০১৭
প্রথম পাতা » অপরাধ » আটক জঙ্গি মোজাম্মেলের ত্রিশালের বাড়ীতে পুলিশের অভিযান : নজর দারিতে পরিবার
আটক জঙ্গি মোজাম্মেলের ত্রিশালের বাড়ীতে পুলিশের অভিযান : নজর দারিতে পরিবার
ময়মনসিংহ অফিস :: (৪ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৪মি.) ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মোক্ষপুর ইউনিয়নের সানকিভাঙ্গা গ্রামের অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক আব্দুল মান্নানের ৫ ছেলে ২ মেয়ের মধ্যে সবার ছোট আশুলিয়ায় আটক চার জঙ্গি’র একজন মোজাম্মেল।
৯ ফেব্রুয়ারী মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হওয়ার পর সে আর বাড়ীতে ফিরেনি। প্রায় ৬ মাস ধরে পরিবারের কারো সাথে কোন যোগাযোগও হয়নি। গত রোববার সাভারের আশুলিয়া নয়ারহাট জঙ্গি আস্তানা থেকে র্যাবের অভিযানে আটক হয় ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মোক্ষপুর ইউনিয়নের সানকিভাঙ্গা গ্রামের মোজাম্মেল।
এদিকে ১৮ জুলাই মঙ্গলবার দুপুরে ত্রিশাল থানা পুলিশ আটক মোজাম্মেলের বাড়ীতে অভিযান চালিয়ে বাড়ী-ঘর তল্লাশী করে। তবে অভিযানে বাড়ী থেকে কোন কিছু উদ্ধার করতে পারেনি পুলিশ ।
এলাকাবাসিরা জানান, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মান্নানের ৫ ছেলে ও ২ মেয়ে’র মধ্যে সবার ছোট মোজাম্মেল ময়মনসিংহ খাগঢহড়স্থ মাখযানুল উলূম মাদ্রাসায় নাহবেমীর জামাতে অধ্যয়নরত ছিল। গত ৯ ফেব্রুয়ারী মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয় মোজাম্মেল। ওইদিনের পর থেকে সে আর বাড়ীতে ফিরেনি। গত ২০ এপ্রিল পর্যন্ত পরিবারের সদস্যদের সাথে মাঝে মধ্যে মোবাইল ফোনে যোগাযোগ করত। ততদিন পযন্ত সবাই জানতো সে কোন এক মসজিদে ইমামতি করছে। রমজান মাসের কয়েকদিন পুর্বে মোজাম্মেলের পিতা তার মাদ্রাসার শিক্ষকের সাথে যোগাযোগ করে জানতে পারে মোজাম্মেল মাদ্রাসায় নেই। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। তার খোঁজে পরিবারের সদস্যরা আতœীয়-স্বজনদের বাড়ীতে বিভিন্ন ভাবে খোঁজ খবর নিয়েছে। তবে তার কোন খোঁজ পাওয়া যায়নি।
স্থানীয় মুঞ্জুরুল হক জানান, এলাকার লোকজনের সাথে তার তেমন সখ্যতা ছিল না মোজাম্মেলের, কম কথা বলতো। সে সবসময় নিরবেই থাকতো। দীর্ঘদিন যাবত তাকে এলাকায় দেখা যায়নি।
আটক মোজাম্মেলর বড় ভাই তোফায়েল আহমেদ জানায়, মাঝে মাঝেই মোজাম্মেল পরিবারের কাছে বিভিন্ন বিষয় নিয়ে বাবার কাছে টাকা চাইতো, তবে পরিবারের অর্থনৈতিক দৈন্যতার কারনে চাহিদা অনুযায়ী টাকা দেয়া সম্ভব হতোনা। একদিন এ নিয়ে মোজাম্মেল বলেছিল তোমাদের টাকা-পয়সা আমার দরকার নেই, যে ভাবেই পারি নিজেই উপার্জন করবো।
আটক মোজাম্মেলর বাবা আব্দুল মান্নান জানায়, ৯ ফেব্রুয়ারী মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হওয়ার পর সে আর বাড়ী ফিরেনি। রমজান মাসের কয়েকদিন পুর্বে তার মাদ্রাসার শিক্ষকের সাথে যোগাযোগ করে জানতে পারি সে মাদ্রাসায় নেই। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিউর রহমান জানান, মোজাম্মেলের বাড়ীতে অভিযান পরিচালনা করা হয়েছে। পুরো বাড়ী তল্লাশী করে তেমন কিছু পাওয়া যায়নি। পরিবারের সকল সদস্যদের নজরদারীতে রাখা হয়েছে।