বুধবার ● ১৯ জুলাই ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পানছড়িতে আলোচনা সভা
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পানছড়িতে আলোচনা সভা
পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি :: (৪ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫৪মি.) জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে খাগড়াছড়ি‘র পানছড়িতে মৎস্য অধিদপ্তর এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “মাছ চাষে গড়বো দেশ,বদলে দেব বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে ১৯ জুলাই বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সর্বত্তোম চাকমা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা, সমবায় কর্মকর্তা রত্ন কান্তি রৌয়াজা, মৎস্য চাষী জাকির হোসেন ও অনন্ত চাকমা প্রমূখ। যুব উন্নয়ন অধিদপ্তরের মো. গিয়াস উদ্দিন এর পরিচালিত সভার পূর্বে একটি ব্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তর কর্মকর্তা ঊষা কান্তি মগ, ৩নং পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান মো. নাজির হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ বাবুল হোসেন, তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের প্রোগ্রামার বাবলী খীসা প্রমূখ।
মৎস্য উৎপাদন করে পানছড়ির চাহিদা মিটিয়ে আগামীতে উপজেলার বাহিরে মাছ রপ্তানী করার আশাবাদ ব্যাক্ত করে প্রধান অতিথি বলেন, মাছ আমাদের শাররিক পুষ্টি চাহিদা মেটানোর কাজ করে, তাই আমাদের সকলকে বেশি বেশি মাছ চাষ করতে হবে। তিনি প্রতিদিন একজন মানুষের ৬০গ্রাম মাছ সেবণ করার কথা স্বরণ করিয়ে দিয়ে আরো বলেন, এই পরিমানে মাছ সেবণ না করলে আমিষের ঘাড়তিতে প্রতিটি মানুষ কম বেশী অসুস্থ্য হবেই, তাই সকলকে যুতটুকু সম্ভব মাছ চাষের আহবান জানান।
বাংলাদেশের অর্থনীতিতে ৩.৭০ ভাগ অবদানের কথা স্বরণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বিদেশিরা লেখা পড়া করে চাকুরীর আশা না করে আধুনিক পদ্ধিতিতে মাছ চাষের প্রতি মনোযোগ দিয়ে নিজেদের প্রতিষ্টিত করেছে, তাই আমাদেরকেও আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করে নিজনিজ এলাকার চাহিদা মিটিয়ে অর্থনৈতিক স্ববলম্বি হতে হবে। এ সময় তিনি মাছ চাষে মৎস্য কর্মকর্তার সহযোগীতা নেওয়ার আহবান জানান এবং মাছ চাষে ব্যাংক লোনের ব্যবস্থায় সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন।