বুধবার ● ১৯ জুলাই ২০১৭
প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে জেলা ছাত্রলীগ সভাপতি বহিস্কার
পটুয়াখালীতে জেলা ছাত্রলীগ সভাপতি বহিস্কার
পটুয়াখালী প্রতিনিধি :: (৪ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৪৮মি.) দলীয় শৃংখলা ভঙ্গ ও কেন্দ্রীয় ছাত্রলীগের এক নেতাকে লাঞ্ছিত করার অপরাধে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দীন হাওলাদারকে দল থেকে বহিস্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগের জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে নির্ভরযোগ্য সুত্র জানিয়েছে। জেলা ছাত্রলীগের সহ সভাপতি ওমর ফারুক ভূইয়াকে জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তী পটুয়াখালী গণমাধ্যমকর্মীদের হাতে এসে পৌছেছে। জেলা ছাত্রলীগের নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, অর্থের বিনিময়ে কমিটি ঘোষণা দেয়ার অভিযোগ রয়েছে ছাত্রলীগের বহিস্কিৃত সভাপতি নাসির হাওলাদারের বিরুদ্ধে। এর আগে ছয় লাখ টাকার বিনিময়ে রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন, সাড়ে সাত লাখ টাকার বিনিময়ে মহিপুর থানা ছাত্রলীগের কমিটি গঠন এমনকি সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়ন ছাত্রলীগের কমিটি গঠনের সময় তাঁকে টাকা দিয়ে কমিটি অনুমোদন নিতে হয়েছে বলে অভিযোগ রয়েছে। চলতি মাসে কেন্দ্রীয় ছাত্রলীগের সিদ্ধান্ত মোতাবেক জেলার গলাচিপা ও দশমিনা উপজেলা ছাত্রলীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয় যথাক্রমে ১৬ ও ১৭ জুলাই।
এদিকে, ১৬ জুলাই গলাচিপা উপজেলা ছাত্রলীগের সম্মেলনে কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফয়সাল আমীনসহ কেন্দ্রীয় অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সেখানে পছন্দের প্রার্থীকে সভাপতি/সম্পাদক বানাতে না পেরে ক্ষুব্ধ হন জেলা সভাপতি নাসির হাওলাদার। ১৭ জুলাই দশমিনা উপজেলা ছাত্রলীগের সম্মেলনে গলাচিপা-দশমিনা আসনের সংসদ সদস্য ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আ.খ.ম জাহাঙ্গীর হোসাইনকে অকথ্য ভাষায় গাল দেন বহিস্কৃত ছাত্রলীগ সভাপতি। এ ঘটনার প্রতিবাদ করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ও দশমিনার সন্তান কেন্দ্রীয় ছাত্রলীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মুহিত। এ সময় নাসিরহা মুহিতকে লাঞ্ছিত করলে স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা নাসির হাওলাদারকে ধাওয়া করে। পরে সে পালিয়ে পটুয়াখালী আসে।
এদিকে সম্মেলন শেষে নেতাকর্মীদের নিয়ে পটুয়াখালী ফিরে ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফয়সাল আমীন উপস্থিত সাংবাদিকদের জানান, দশমিনার ঘটনা রাতেই কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদককে অবহিত করা হয়েছে। দলের চেইন অব কমান্ড রক্ষা করতে যা যা প্রয়োজনীয় তাই করা হবে বলেও তিনি উপস্থিত নেতাকর্মী ও সাংবাদিকদের জানান। ঘটনার ধারাবাহিকতায় মঙ্গবার সকালে কেন্দ্রীয় ছাত্রলীগের জরুরী সভায় পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি নাসির হাওলাদারকে বহিস্কারের সিদান্ত গ্রহণ করা হয়।
এ বিষয়ে নাসির হাওলাদেরর ব্যবহৃত মোবাইল ০১৭২৭৯৮৩৭৮৪ যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।