বৃহস্পতিবার ● ২০ জুলাই ২০১৭
প্রথম পাতা » ঢাকা » চিকুনগুনিয়া প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা : লায়ন গনি মিয়া বাবুল
চিকুনগুনিয়া প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা : লায়ন গনি মিয়া বাবুল
ঢাকা প্রতিনিধি :: বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল বলেছেন, চিকুনগুনিয়া প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা। এডিস মশা চিকুনগুনিয়া জ্বরের ভাইরাসের বাহক। ফলে বাসাবাড়ীর আশ-পাশ পরিস্কার রাখতে হবে যাতে মশা জন্মাতে না পারে। ঘরে, ফুলের টবে, বাড়ীর আশে-পাশে যাতে পানি জমে না থাকে এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। তিনি মশা নিধন কার্যক্রম আরো জোরদার করার আহ্বান জানিয়ে বলেন, চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন, স্বাস্থ্য মন্ত্রণালয় ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন।
বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের উদ্যোগে ১৯ জুলাই সকালে ঢাকার তোপখানা রোডস্থ কমরেড নির্মলসেন মিলনায়তনে আয়োজিত ‘চিকুনগুনিয়া প্রতিরোধে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের চেয়ারম্যান আশরাফ আলী হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরাম-বোয়াফ এর সভাপতি কবীর চৌধুরী তন্ময়, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক পাটি কেএসপি’র সভাপতি লায়ন সালাম মাহমুদ, জয় বাংলা মঞ্চের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ নাফিয়ী, গণমোর্চা’র সমন্বয়কারী মো. মাসুম ও লোকশক্তি পার্টির সভাপতি শাহিকুল আলম টিটু।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন এর ভারপ্রাপ্ত মহাসচিব মো. তোজাম্মেল হক তাজেম।