বৃহস্পতিবার ● ২০ জুলাই ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের অর্থয়ানে সোলার প্যানেল বিতরন
পানছড়িতে পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের অর্থয়ানে সোলার প্যানেল বিতরন
মো. হেলাল উদ্দিন, পানছড়ি প্রতিনিধি:: (৫ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২০মি.) পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রানালয়ের অর্থায়নে ও পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের তত্ববধানে, খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ৪নং লতিবান ইউপি‘র প্রত্যান্ত অঞ্চলে ২শতাধিক সোলার পেল দুস্থ ও গরীব এলাকাবাসী। ২০ জুলাই বৃহস্পতিবার সকালে ইউপি ভবনে এই সোলার প্যানেল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ৪নং লতিবান ইউপি চেয়ারম্যান কিরণ ত্রিপুরা, প্রকল্পের টেকনিক্যাল কর্মকর্তা মো. কামাল উদ্দিন, ৪নং লতিবান ইউপির সাবেক চেয়ারম্যান বিমলেন্দ্র চাকমাসহ ইউপিটির গন্যমান্য ব্যাক্তিবর্গ।
সোলার বিতরণ পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রকল্পের টেকনিক্যাল কর্মকর্তা মো. কামাল উদ্দিন বলেন, উপকার ভোগী প্রতিটি পরিবারকে ৬৫ওয়ার্ড পিক সোলার হোম সিস্টেম ২শতাধিক পরিবারকে বিতরণ করা হবে। তার মধ্যে বিিত পূর্বে ৫০টি পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
এ সময় ৪নং লতিবান ইউপি চেয়ারম্যান পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা, পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ও পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, পার্বত্য চট্রগ্রামের প্রত্যান্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্পের উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক মো. মনজুরুল আলম, পার্বত্য চট্রগ্রামের প্রত্যান্ত এলাকায় সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ প্রকল্পের উন্নয়ন বোর্ডের প্রকল্প সম্মনয়ক হাসান শাহরিয়র ও প্রকল্পের টেকনিক্যাল কর্মকর্তা মো. কামাল উদ্দিনসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, প্রত্যান্ত অঞ্চলের ক্ষুদ্র ক্ষুদ্র জাতী গোষ্টির লোকেরা এই সোলারের মাধ্যমে চরম ভাবে উপকৃত হবে।
সোলার পেয়েছেন মধুপাড়া এলাকার বাসিন্দা চক্রধন ত্রিপুরা, গোপাল ত্রিপুরা, অনরিকা ত্রিপুরা, হেলাধুলাপাড়ার অনন্ত রানী ত্রিপুরা, পন্ত্রি ত্রিপুরা, মেযুত্তি ত্রিপুরা বলেন, আগে আমরা সন্ধ্যা হলেই খাওয়া দাওয়া করে ঘুমাতে যেতাম। সোলার পাওয়ার পর আমরা রাঁতে ঘরে কাজ করতে পারবো ও আমাদের ছেলে মেয়েরা রাঁতে লেখা পড়া করতে পারবে। এই সোলার দেওয়ার জন্য আমরা পার্বত্য চট্রগ্রাম বিসয়ক মন্ত্রনালয় এর মন্ত্রী, পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, সচিব এবং প্রকল্প সম্মনয়সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন ।