বৃহস্পতিবার ● ২০ জুলাই ২০১৭
প্রথম পাতা » অপরাধ » নবীগঞ্জে সড়ক দূর্ঘটনায় দুই কলেজ ছাত্র মারাত্মক আহত
নবীগঞ্জে সড়ক দূর্ঘটনায় দুই কলেজ ছাত্র মারাত্মক আহত
ছনি চৌধুরী,হবিগঞ্জ প্রতিনিধি :: (৫ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২৫মি.) আর্নাস ১ম বর্ষের পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলায় সড়ক দূর্ঘটনায় দুই ছাত্র গুরুতর আহত হয়েছে । গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে । জানা যায়, ২০ জুলাই বৃহস্পতিবার বিকালে নবীগঞ্জ সরকারী কলেজ এর অর্নাস ১ম বর্ষের পরীক্ষা শেষে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন উপজেলার গজনাইপুর ইউনিয়নের ইউপি সদস্য শতক গ্রামের নুরু মিয়া’র পুত্র মিজান আহমেদ (২২) ও গজনাইপুর গ্রামের ফিরোজ মিয়ার পুত্র সবুজ মিয়া (২২) । পথিমধ্যে বিকাল ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া বাজারে পৌছাঁর পর ব্যাটারি চালিত রিকশা হঠাৎ মহাসড়কে চলমান অবস্থায় ঘুরানোর চেষ্টা করে এসময় ব্যাটারি চালিত রিকশার সাথে মোটর সাইকেলের মারাত্মক ভাবে ধাক্কা লাগে । এরপর মোটর সাইকেল এ থাকা অর্নাস ১ম বর্ষের ছাত্র মিজান ও সবুজ ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষনিক সহকারী পুলিশ সুপার (নবীগঞ্জ-বাহুবল সার্কেল) রাসেলুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন । পরে স্থানীয় লোকজন আহত কলেজ ছাত্রদের উদ্ধার করে প্রথমে আউশকান্দি অরবিট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা বেঘতিক দেখলে তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন । দূর্ঘটনায় কবলিত ব্যাটারি চালিত রিকশার ও মোটর সাইকেল দেবপাড়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইকবাল মিয়ার জিম্মায় রয়েছে । এদিকে সংবাদটি লেখা পর্যন্ত আহত কলেজ ছাত্রের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে ।