বৃহস্পতিবার ● ২০ জুলাই ২০১৭
প্রথম পাতা » খেলা » বগুড়াতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল
বগুড়াতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল
আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধি :: (৫ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০৩মি.) বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপজেলা পরিষদ ও শিক্ষা অফিসের আয়োজনে ২০ জুলাই বৃহস্পতিবার বগুড়ার গাবতলী সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষা অফিসার শেখ মো. সাজ্জাদ জাহীদের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও মো. মনিরুজ্জামান। সহকারী শিক্ষক মাহবুবুর রহমানের পরিচালনায় অন্যান্যদের বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মিলু, সাংগঠনিক সম্পাদক মোমিনুল হক শিলু, উপজেলা সহকারী শিক্ষা অফিসার লায়লা শিরিন, আশরাফ আলী, মমতাজ বেগম, আক্তার বানু, শিক্ষক নেতা খায়রুল ইসলাম, খাদেমুল হক, মোস্তফা কামাল স্বপন, হাসানুজ্জামান রতন, গোলাম রব্বানী ও প্রধান শিক্ষিকা কোহিনুর আক্তার প্রমূখ।
চূড়ান্ত খেলায় কদমতলী সরকারী প্রাথমিক বিদ্যালয় ৫-০ গোলে (বালক) দোয়ারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে এবং লালখাঁ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় (বালিকা) টাইব্রেকারে গোড়দহ সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। খেলাটি পরিচালনায় ছিলেন শফিক, হুমায়ন কবির, সানোয়ার ও মাসুদ রানা।
খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।