শুক্রবার ● ২১ জুলাই ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ঢাকায় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে আহত- ১০, আটক -৭
ঢাকায় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে আহত- ১০, আটক -৭
ঢাকা :: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি সরকারি কলেজে পরীক্ষার রুটিন ঘোষণার দাবীতে শিক্ষার্থীদের বৃহস্পতিবার শাহবাগে মানব বন্ধন ও সমাবেশ কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে।পুলিশের রাবার বুলেটে সিদ্দিকুর রহমান ও নাইমুল হাসান গুরুতর আহত হয়েছে। এ ছাড়া আরো ১০ শিক্ষার্থী আহত হয়েছে।
ঘটনা স্থলে কয়েকটি গাড়ি ভাংচুর হয়েছে। পুলিশ ৭ শিক্ষার্থীকে আটক করেছে।এ ঘটনার প্রতিবাদে দুপুরে ঢাকা কলেজের সামনে শিক্ষার্থীরা মিরপুর সড়ক অবরোধ করে সমাবেশ করে। নিউমার্কেট থানার ওসি জানান, শিক্ষার্থীরা শান্তিপূর্ণ ভাবে সড়ক অবরোধ করে সমাবেশ করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ঢাকার ৭টি সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়।অধিভুক্ত কলেজগুলো হলো- ঢাকা কলেজ, সরকারি বাঙলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, ইডেন মহিলা কলেজ, বদরুন্নেসা সরকারি মহিলা ও শহীদ সোহরাওয়ার্দী কলেজ।
তিন মাস আগে কলেজগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হলেও এখন পর্যন্ত কোন বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে ২০ জুলাই সকাল ১১টায় শাহবাগে শিক্ষার্থীরা মানব বন্ধন কর্মসূচি পালন করে। মানব বন্ধন শেষে সেখানে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়কে ১৫দিনের আল্টিমেটাম দেয়। সমাবেশ শেষে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দেয়ার উদ্যোগ নেয়।শাহবাগ মোড়ে তারা রাস্তায় বেরিগেড দেয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষের সূত্রপাত হয়।
শাহবাগ থানার ওসি আবুল হাসান জানান, ঘটনাস্থল থেকে ৭ শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তারা পুলিশের গাড়িও ভাংচুর করেছে।এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। (ইত্তেফাক)