শনিবার ● ২২ জুলাই ২০১৭
প্রথম পাতা » জাতীয় » দেশে কোন জঙ্গিবাদ প্রতিষ্ঠিত হতে দেয়া হবে না : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
দেশে কোন জঙ্গিবাদ প্রতিষ্ঠিত হতে দেয়া হবে না : প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ঢাকা প্রতিনিধি :: হজ্জ কার্যক্রম-২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর তিনি হাজীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
২২ জুলাই শনিবার সকালে রাজধানীর আশকোনা হজ্জ ক্যাম্পে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কিছু ভ্রান্ত লোকের কারণে গোটা মুসলিস উম্মাহ বিপদে পড়েছে। নানা দেশে বিভিন্ন ধরনের হয়রানি ও হেনস্তার শিকার হচ্ছে মুসলমানরা। দেশে কোন জঙ্গিবাদ প্রতিষ্ঠিত হতে দেয়া হবে না বলেও হুশিয়ারি করেন প্রধানমন্ত্রী ।
দেশের কেউ যেন বিভ্রান্তের মধ্যে না পড়ে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে আহ্বান জানান তিনি। ভোগান্তি কমাতে ও দুর্ণীতি রোধে ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে সারা বছরই হজের রেজিস্ট্রশন করার ব্যবস্থা করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হাজী পবিত্র হজ্জ পালন করতে সৌদি আরব যাবেন। এর মধ্যে ৪,২০০ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি ১ লাখ ২২ হাজার ৯৯৮ জন হাজী যাবেণ বেসরকারি ব্যবস্থাপনায়।
এদিকে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেন, বাংলাদেশ বিমান হজ্জ প্যাকেজের বাইরে টিকেট প্রতি তিন হাজার টাকা ভাড়া বাড়িয়ে দিলেও তা দিতে হবে না।
উল্লেখ্য, জিলহজ্জ মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১ সেপ্টেম্বর পবিত্র হজ্জ পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর হজ্জ ফ্লাইট শুরু হবে আগামী ২৪ জুলাই থেকে।