শনিবার ● ২২ জুলাই ২০১৭
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » ভালুকায় ১৫ কোটি টাকা মূল্যের জবর দখল হওয়া বনভূমি উদ্ধার
ভালুকায় ১৫ কোটি টাকা মূল্যের জবর দখল হওয়া বনভূমি উদ্ধার
ময়মনসিংহ অফিস :: (৭ শ্রাবণ ১৪২৪ বাঙলা:বাংলাদেশ সময় রাত ৮.৩৫মি) ভালুকার মল্লিকবাড়ী ইউনিয়নের ধামশুর মৌজায় ১২১৭ দাগের প্রায় ৫ একর বন বিজ্ঞপ্তিত জমি স্থানীয় বন বিভাগ উদ্ধার করে চারা রোপন করেছে ।
২২ জুলাই শনিবার সকালে মল্লিকবাড়ী ইউনিয়নের ধামশুর মৌজায় ১২১৭ দাগের প্রায় ৫ একর বন বিজ্ঞপ্তিত জমিতে এ চারারোপন করা হয়
বনবিভাগ ও স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ মল্লিকবাড়ী ইউনিয়নের ধামশুর মৌজায় ১২১৭ দাগের প্রায় ৫ একর বন বিজ্ঞপ্তিত বন ভূমি বেদখলীয় ছিল যার বর্তমান মূল্য আনুমানিক ১৫ কোটি টাকা। হবিরবাড়ী বিট কর্মকর্তা শরীফুর রহমান খান চৌধুরীর নেতৃত্বে রেঞ্জ কর্মকর্তা শেখ আব্দুল কাদির, ও হবিরবাড়ী বিটের বন প্রহরীগণ উদ্ধার অভিযানে অংশ নেন।
বিট কর্মকর্তা শরীফুর রহমান খান চৌধুরী জানান, বন বিজ্ঞপ্তিত প্রায় ৫ একর বন ভূমি স্থানীয় একটি মহল প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে জবর দখল করে রেখেছিল। শনিবার বন বিভাগ ওই জমি উদ্ধার করে সরকারের বনায়ন কর্মসূচীর অংশ হিসেবে ৫ হাজার আকাশ মনির চারা রোপন করেছেন। প্রত্যেকটি চারার নিরাপত্তার জন্য বাঁেশর কাঠি দিয়ে খুটি দেয়া হয়েছে। চারাগুলি রক্ষনাবেক্ষনের জন্য বন প্রহরী ও উপকারভোগীদের দিয়ে সার্বক্ষনিক পাহারার ব্যবস্থা করা হয়েছে।