শনিবার ● ২২ জুলাই ২০১৭
প্রথম পাতা » অপরাধ » সুন্দরবনে পাচারকারীদের কবল থেকে ৩টি তক্ষক উদ্ধার করেছে কোস্ট গার্ড
সুন্দরবনে পাচারকারীদের কবল থেকে ৩টি তক্ষক উদ্ধার করেছে কোস্ট গার্ড
বাগেরহাট অফিস :: (৭ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময়
রাত ৯.২০মি) পশ্চিম সুন্দরবনের হড্ডা ফরেস্ট ক্যাম্প সংলগনাগনা এলাকা থেকে শুক্রবার সন্ধ্যায় ৩টি তক্ষক উদ্ধার করেছে মোংলা কোস্টগার্ড। উদ্ধার হওয়া তক্ষকগুলো সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন অফিসার লে: এম এইচ আইসিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২১ জুলাই শুক্রবার সন্ধ্যায় পশ্চিম সুন্দরবনের হড্ডা ফরেস্ট ক্যাম্পসংলগ্ননাগনা এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড সদস্যরা। এসময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ পাচারকারী চক্রের সদস্যরা তক্ষকের বাক্স ফেলে রেখে তারা পালিয়ে যায়া। পরে ওই এলাকা থেকে বাক্সে থাকা ৩টি তক্ষক উদ্ধারকরে। উদ্ধারকৃত তক্ষকগুলো বনবিভাগের হড্ডা অফিসে হস্তান্তরের পর সেগুলো সুন্দরবনে ছেড়ে দেয়। একটি সংঘবদ্ধ চক্র তক্ষক পাচারের উদ্দেশ্যে নাগনা গ্রামে অবস্থান করছে এমন খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটককরা সম্ভব হয়নি। বন্যপ্রাণী চোরাচালান ও পাচার বিরোধী অভিযানে উপকূলজুড়ে সার্বক্ষনিক টহল অভিযান অব্যাহত রাখা হয়েছে বলে কোস্টগার্ড জানায়।