রবিবার ● ২৩ জুলাই ২০১৭
প্রথম পাতা » অপরাধ » রাঙ্গুনিয়াতে স্থানীয়রা ২ ছিনতাইকারীকে পুলিশে দিল
রাঙ্গুনিয়াতে স্থানীয়রা ২ ছিনতাইকারীকে পুলিশে দিল
রাঙ্গুনিয়া প্রতিনিধি :: রাঙ্গুনিয়া উপজেলার পোমরা হিলাগাজি পাড়া এলাকায় ছিনতাইয়ের কবলে পড়েছে এক ইট ভাটার শ্রমিক। এই ঘটনায় ২ জনকে ধরে পুলিশে দিল স্থানীয় উত্তেজিত জনতা। শনিবার (২২ জুলাই) ভোররাত ৪টায় এই ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার হওয়া পোমরা ইউনিয়েনের এম.এম.বি ইটভাটার শ্রমিক মো. হানিফ মিয়া সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান নেত্রকোনার পূর্বধলা উপজেলার বাওহা উত্তর পাড়া গ্রামের মো. নেওয়াজ আলীর পুত্র তিনি। দীর্ঘ ৮ বছর ধরে সে ইট ভাটায় শ্রমিক হিসেবে কাজ করে আসছেন। পারিশ্রমিকের জমানো টাকা নিয়ে শনিবার সকালের ট্রেনে তিনি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে মধ্য রাতে বের হয়েছিলেন। তিনি বলেন, ‘যাওয়ার পথে ইউনিয়নের হিলাগাজী পাড়া এলাকায় এলে সিএনজি অটোরিকশা দেখে তাতে হাত দেখায়। গাড়িতে আগে থেকে ড্রাইভার সহ ৪ জন ছিল।তারা গাড়ি থামিয়ে আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে নির্জন এলাকায় নিয়ে গিয়ে সঙ্গে থাকা টাকা ও মোবাইল দিয়ে দিতে বলে। আমি দিতে না চাইলে মুখ বাঁধা ৩ যুবক আমাকে লাঠি ও অস্ত্র দিয়ে মারলে আমি জ্ঞান হারিয়ে ফেলি। তবে আমি ড্রাইভারকে চিনতে পারি। তারা আমার সাথে থাকা নগদ ৩০ হাজার টাকা ও মোবাইল নিয়ে যায়। স্থানীয়রা আমায় উদ্বার করে চিকিৎসকের কাছে নেয়। আমার জ্ঞান ফিরলে স্থানীয়রা আমাকে প্রাথমিক চিকিৎসা শেষে স্থানীয় ৩নং ওয়ার্ড ইউপি মেম্বারের কাছে নিয়ে যায়। ইউপি সদস্য আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,’ইট ভাটার শ্রমিক হানিফ সহ এলাকার বিক্ষুব্ধ জনসাধারণ আমার কাছে এসে ছিনতাইয়ের ব্যাপারে বলেন। তার কথা অনুযায়ী ইউনিয়নের বুলবুলি পাড়া গ্রামের জহির আহমেদের পুত্র সিএনজি অটোরিকশা চালক মো. সুজনকে (২১) ধরি। তার স্বীকারোক্তি অনুযায়ি মালির হাটের গুলু ফকির বাড়ির মো. ইস্কান্দরের পুত্র হানিফ হোসেন রাফিকে (২৫) ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাস্থলে তদন্তে যাওয়া রাঙ্গুনিয়া থানার এসআই শরীফ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেনস্থানীয় চেয়ারম্যান ও মেম্বার ছিনতাইয়ের ব্যাপারে ফোনে জানালে ওসি মহোদয় আমাকে ঘটনা স্থলে পাঠান। আমি গিয়ে ছিনতাইয়ের ব্যাপারে তদন্ত করি এবং ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করে নিয়ে থানায় নিয়ে আসি। এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্তপূর্বক বাকী ছিনতাইকারীদের আটক করা হয়।