রবিবার ● ২৩ জুলাই ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে বৃক্ষরোপন অভিযানে প্রাথমিক শিক্ষা বিভাগ
পানছড়িতে বৃক্ষরোপন অভিযানে প্রাথমিক শিক্ষা বিভাগ
পানছড়ি প্রতিনিধি :: (৮ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫৫মি.) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালকের আহবানে সারা দিয়ে সারা দেশ ব্যাপী বৃক্ষরোপন অভিযানের অংশ হিসাবে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় পালিত হলো বৃক্ষরোপন অভিযান।
এরই অংশ হিসাবে ২৩ জুলাই রবিবার দুপুর ১২টা ১মিনিটে এই অভিযানের উদ্বোধন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইউ.ই.ও. মো. মুঈনুল ইসলাম।
উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ইউ.ই.ও মো. মুঈনুল ইসলাম বলেন, উপজেলার৭৯টি প্রাথমিক বিদ্যালয়ের ৩৩৪ জন শিক্ষক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের আহবানে সারা দিয়ে প্রতিজন শিক্ষক ১টি করে গাছ রোপন করবেন। এর মধ্যে ঔষধী, বনজ ও ফলজ গাছ রয়েছে। তিনি আরো বলেন, পরিবেশ রক্ষায় এই গাছ ভূমিকা রাখে, তাই সকলকে একটি করে গাছ লাগানোর অনুরোধ জানাই।
এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সুজিত মিত্র চাকমা এবং কনিকা খীসা প্রমূখ উপস্থিত ছিলেন।