রবিবার ● ২৩ জুলাই ২০১৭
প্রথম পাতা » জাতীয় » ময়মনসিংহের সেরা ১০টি কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ১,৯২১ জন
ময়মনসিংহের সেরা ১০টি কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ১,৯২১ জন
ময়মনসিংহ অফিস :: (৮ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৪৪মি.) ময়মনসিংহ শহরের সেরা ১০টি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ+৫ পেয়েছে এক হাজার ৯২১ জন পরীক্ষার্থী। ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ থেকে ৫৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করে শতভাগ পাসের মাধ্যমে জিপিএ+৫ পেয়েছে ৫৩ জনই। এছাড়া পাসের হার বিবেচনায় ভালো ফলাফল করেছে যথাক্রমে ক্যান্ট. পাবলিক স্কুল এন্ড কলেজ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, রয়েল মিডিয়া কলেজ ও কমার্স কলেজ।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে জিপিএ+৫ পেয়েছে ৪৬৫ জন, পাসের হার ৯৮দশমিক ২৩। মুমিনুন্নেসা সরকারি মহিলা কলেজ থেকে জিপিএ+৫ পেয়েছে ৩৫৯ জন, পাসের হার ৯৬ দশমিক২৩। আনন্দমোহন সরকারি কলেজ থেকে জিপিএ+৫ পেয়েছে ৩০৬ জন, পাসের হার ৮১ দশমিক ৮৫। নটরডেম কলেজ ময়মনসিংহ শাখা থেকে জিপিএ+৫ পেয়েছে ২৪৪ জন, পাসের হার ৯৫ দশমিক ০৪। ক্যান্ট. পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ+৫ পেয়েছে ২০২ জন, পাসের হার ৯৯ দশমিক ৪১। রয়েল মিডিয়া কলেজ থেকে জিপিএ+৫ পেয়েছে ১২৯ জন, পাসের হার ৯৮ দশমিক ২৩। কেবি কলেজ থেকে জিপিএ+৫ পেয়েছে ৮১ জন, পাসের হার ৮০ দশমিক ৫৯। এডভান্সড রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে জিপিএ+৫ পেয়েছে ৪৯ জন, পাসের হার ৮৯ দশমিক ০৮। আলমগীর মনসুর মেমোরিয়াল (মিন্টু) কলেজ থেকে জিপিএ+৫ পেয়েছে ৩৩ জন, পাসের হার ৮৩ দশমিক ৪৮। মুসলিম গার্লস স্কুল এন্ড কলেজ থেকে ১৮ জন ও কমার্স কলেজ থেকে ৮ জন পরীক্ষার্থী জিপিএ+৫ পেয়েছে। এছাড়া কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ময়মনসিংহ টেকনিক্যাল এন্ড বিএম কলেজ ও মাইজবাড়ি টেকনিক্যাল এন্ড বিএম কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী পাশ করেছে।
এদিকে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের অভূতপূর্ব সাফল্যে অধ্যক্ষ মোঃ জয়নাল আবেদীন তার প্রতিক্রিয়ায় বলেন, ফলাফল সম্মিলিত প্রচেষ্ঠার ফলশ্রুতি এবং প্রাতিষ্ঠানিক সুব্যবস্থাপনার সাফল্যের একটি উজ্জ্বল কৃতিত্ব। তিনি জানান, পরিচালনা পর্ষদের সভাপতির সঠিক ও সমযোপযোগী দিক-নির্দেশনা, কলেজের সর্বস্তরের কর্মকর্তা, অনুষদ সদস্য, কর্মচারীদের নিরলস পরিশ্রম, অভিভাবকদের সহযোগিতা, ক্যাড্রেটদের ঐকান্তিক প্রচেষ্ঠা এবং অধ্যাবসায়ের ফলশ্রুতিতে আজকের এই অসাধারণ সাফল্য। ভালো ফলাফলের জন্য তিনি উর্ধ্বতন কৃর্তপক্ষ, অনুষদ সদস্য, সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং ক্যাড্রেট ও অভিভাবকদের আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।
এদিকে ফলাফল ঘোষণার পর শিক্ষার্থীরা ক্যাম্পাসে নেঁচে গেয়ে আনন্দ-উল্লাস করে। শিক্ষার্থীদের সাথে যোগ দেন কলেজের শিক্ষকমন্ডলীও।