সোমবার ● ২৪ জুলাই ২০১৭
প্রথম পাতা » কুষ্টিয়া » ৫৭ ধারা মামলায় উচ্চ আদালত থেকে আগাম জামিন পেলেন সাংবাদিক শামসুল আলম স্বপন
৫৭ ধারা মামলায় উচ্চ আদালত থেকে আগাম জামিন পেলেন সাংবাদিক শামসুল আলম স্বপন
ঢাকা প্রতিনিধি :: (৯ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৫মি.) বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন–বনপা’র প্রতিষ্ঠাতা সভাপতি ও বিজয় নিউজ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক সাংবাদিক শামসুল আলম স্বপন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের বিতর্কিত ৫৭ (২) ধারার মামলা থেকে উচ্চ আদালত থেকে আগাম জামিন পেয়েছেন।
২৪ জুলাই সোমবার মহামান্য হাইকোর্ট এর বিচারপতি ওবাইদুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন।
সাংবাদিক নেতা শামসুল আলম স্বপন সাংবাদিকদের জানান, গত ১০ জুলাই সোমবার মিলন উল্লাহ নামের একজন সাংবাদিক বাদি হয়ে আমার নামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ (২) ধারায় কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেন। আজ আদালত আমাকে ৬ সাপ্তাহের জামিন দিয়েছেন।
তিনি আরও জানান, মামলাটি পরিচালনা করেছেন বনপা’র কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট ফেরদৌস আহমেদ আসিফ। মামলায় তথ্যগত সহযোগিতা করেছেন বনপা’র সহ-সভাপতি ও বিজ্ঞাপন চ্যানেলের এডিটর-ইন-চিফ অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম মোল্লা। সার্বিক তত্তাবধানে ছিলেন বনপা’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রোকমুনুর জামান রনি।