সোমবার ● ২৪ জুলাই ২০১৭
প্রথম পাতা » অপরাধ » অসামাজিক কার্যকলাপের অভিযোগে হোটেল থেকে ১১ তরুণ-তরুণী আটক
অসামাজিক কার্যকলাপের অভিযোগে হোটেল থেকে ১১ তরুণ-তরুণী আটক
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (৯ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩০মি.)গাজীপুরে শ্রীপুরের মাওনা চৌরাস্তার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে হোটেলের ম্যানেজারসহ ১১ তরুণ-তরুণী আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।
২৩ জুলাই রবিবার দিবাগত শ্রীপুরের মাওনা চৌরাস্তায় স্বাগতম গেস্ট হাউজ নামের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন : হোটেল ম্যানেজার নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার লোকমান হোসেনে ছেলে বাদল ওরফে দুলাল, কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার জিনারী গ্রামের আব্দুল কাদিরের ছেলে ফেরদৌস (২২), ময়মনসিংহ জেলার পাগলা থানার বাইড়হাটি গ্রামের আজিজুর রহমানের ছেলে কামাল উদ্দিন (২৭), গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বরমী গ্রামের মরণ আলীর ছেলে খাইরুল ইসলাম (২৫), ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার হাওয়া মকন্দপুর গ্রামের সাইফুল ইসলাম (২৬), ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার আব্দুর রশিদের ছেলে আব্দুল হান্নান (২৫), ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রহিজখালী গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে রুবেল মিয়া (২৪), পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কাচ্চিপাড়া গ্রামের কেরামত আলীর ছেলে শফিকুল (৪৮), কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার পশ্চিম নয়াহাটি গ্রামের ওমর আলীর মেয়ে সাফিয়া (১৮), ব্রাহ্মনবাড়িয়া জেলার সদর উপজেলার মৌলভীপাড়া গ্রামের মোবারক হোসেনের মেয়ে মুন্নী (২৫) ও একই গ্রামের হাঁসি আক্তার (১৮)।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, দীর্ঘদিন যাবৎ ওই আবাসিক হোটেলের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ২৩ জুলাই দিবাগত রাতে স্বাগতম নামের আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়। এসময় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১১ জনকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা করা হবে।