সোমবার ● ২৪ জুলাই ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » ফের পাহাড় ধ্বসের শঙ্কা : খাগড়াছড়ি-মহালছড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
ফের পাহাড় ধ্বসের শঙ্কা : খাগড়াছড়ি-মহালছড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
খাগড়াছড়ি প্রতিনিধি :: (৯ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.১০মি.) টানা ভারী বর্ষণ অব্যাহত থাকায় খাগড়াছড়ি জেলার বিভিন্ন স্থানে ফের পাহাড় ধ্বস দেখা দিয়েছে। ২৪ জুলাই সোমবার দুপুর পর্যন্ত জেলার দীঘিনালায় ১৫টি পরিবার আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। জেলার মগ পাড়া এলাকায় ব্রিজসহ সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় খাগড়াছড়ি-মহালছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
খাগড়াছড়িতে পাহাড় ধ্বসের ঝুঁকিতে বসবাস করছে প্রায় দুই সহ্রাধিক পরিবার। চার দিনের টানা ভারী বর্ষণের কারণে আবারও পাহাড় ধ্বস দেখা দেওয়ায় প্রাণ হানির আশঙ্কা প্রবল হয়ে উঠেছে। বর্ষণ অব্যাহত থাকায় ক্ষয়ক্ষতি এড়াতে মাইকিং-এর পাশাপাশি ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিচ্ছে প্রশাসন।
খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, পূর্বে খোলা আশ্রয় কেন্দ্রগুলো দুর্গতদের ব্যবহারের জন্য প্রস্তত রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত জুন মাসে ভারি বর্ষণে দু’দফায় পাহাড় ধ্বসে খাগড়াছড়িতে ৪ জনের মৃত্যু ও ৯জন আহত হয়। ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু ঘরবাড়ি।