বুধবার ● ২ আগস্ট ২০১৭
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » বি’বার্তার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত : ৫৭ ধারা বাতিলের দাবী জানিয়েছে সাংবাদিক নেতারা
বি’বার্তার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত : ৫৭ ধারা বাতিলের দাবী জানিয়েছে সাংবাদিক নেতারা
পটুয়াখালী প্রতিনিধি :: (১৮ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০১মি.) বর্নাঢ্য র্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় পালিত হল অনলাইন নিউজ পোর্টাল বি’বার্তার ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
২ আগষ্ট বুধবার বেলা এগারটায় কলাপাড়া মিলনায়নে অনুষ্ঠিত অনন্দঘন পরিবেশের এটিএন বাংলা পটুয়াখালী প্রতিনিধি জাহিদ রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম শাহনেওয়াজ, পটুয়াখালী জেলা পরিষদ সদস্য এসএম মোশারফ হোসেন মৃধা, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মেজবাহ উদ্দিন মাননু, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মঞ্জরুল ইসলাম, কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসীন পারভেজ, প্রবীন সাংবাদিক জীবন কুমার মন্ডল, বশির উদ্দিন বিশ্বাস, কৃষি রেডিও’র প্রযোজক শামীম মৃধাসহ কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সকল কর্মকর্তা ও স্থানীয় সংবাদকর্মী।
শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন বি’বার্তা পাঠক ফোরাম, কলাপাড়ার সভাপতি ফরিদ উদ্দিন বিপু। আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সম্পাদক বানী ইসলাম হাসি বি’বার্তাকে আজ একটি পাঠক প্রিয় জায়গায় নিয়ে গেছেন। আজকে নতুন বছরের এ পথ চলায় নতুন আঙ্গীকার নিয়ে দেশের উন্নয়ন অগ্রযত্রায় অগ্রনী ভুমিকা রাখবে। পাশাপাশি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিলের দাবী করেন বক্তারা ।