বুধবার ● ২ আগস্ট ২০১৭
প্রথম পাতা » কৃষি » ছোটহরিণায় ২৫ বিজিবি’র বৃক্ষরোপন ও মৎস পোনা অবমুক্তকরন কর্মসূচী উদযাপন
ছোটহরিণায় ২৫ বিজিবি’র বৃক্ষরোপন ও মৎস পোনা অবমুক্তকরন কর্মসূচী উদযাপন
বরকল প্রতিনিধি :: (১৮ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৫৪মি.) গত সোমবার ৩১ জুলাই থেকে ৪ আগষ্ট ২০১৭ পর্যন্ত বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক সপ্তাহব্যাপী বৃক্ষরোপন ও মৎস পোনা অবমুক্তকরন সপ্তাহ পালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, রাঙামাটি পার্বত্য জেলার বরকল উপজেলায় ছোটহরিণাতে ২ আগস্ট বুধবার সকালে বৃক্ষরোপন ও মৎস পোনা অবমুক্তকরন কর্মসূচী-২০১৭ এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ২৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মো. আতিক চৌধুরী, বিএসপি।
এসময় কর্মসূচীতে উপস্থিত ছিলেন ২৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মেডিকেল অফিসার, এ্যারাবুনিয়া সিআইও ক্যাম্পের ক্যাম্প কমান্ডার, বিভিন্ন পদবীর সৈনিক ও বেসামরিক সদস্যরা এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এবারের কর্মসূচীর আওতায় বিভিন্ন প্রজাতির ফলজ/বনজ/ভেষজ ও ঔষধী গাছের চারা রোপন করা হয়েছে এছাড়া ৫ মণ রুই/কাতল ও মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
ছোটহরিণায় বৃক্ষরোপন ও মৎস পোনা অবমুক্তকরণ কর্মসূচীটি অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে পালিত হয়।
উল্লেখ্য, ২৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার অন্যান্য ক্যাম্প এবং বিওপি সমূহেও একই সাথে এই কর্মসূচী পালিত হয়েছে।
প্রধান অতিথি লেঃ কর্ণেল মো. আতিক চৌধুরী, বিএসপি সকলের মঙ্গল কামনা করে ধর্মীয় শিক্ষকের বিশেষ মোনাজাতের মাধ্যমে বৃক্ষরোপন ও মৎস পোনা অবমুক্তকরণ কর্মসূচী-২০১৭ এর সমাপ্তি ঘোষনা করেন।