শুক্রবার ● ৪ আগস্ট ২০১৭
প্রথম পাতা » অপরাধ » সন্দ্বীপে ছাত্রলীগের দু ‘গ্রুুপে সংঘর্ষে আহত-২
সন্দ্বীপে ছাত্রলীগের দু ‘গ্রুুপে সংঘর্ষে আহত-২
সন্দ্বীপ প্রতিনিধি :: (২০ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বেলা ১২.১৮মি.) বৃহস্পতিবার ৩ আগষ্ট ১২টার সময় সন্দ্বীপে ছাত্রীগের দু ‘গ্রুফে সংঘর্ষে আহত ২ জন এবং সন্দ্বীপ পৌরসভার যুবলীগ নেতা এবিএস লিটন দূরবৃত্তের হামলায় মারত্মক আহত হয়েছে।
প্রথমত কলেজের ছাত্রলীগের পক্ষ থেকে একটা মিছিল বাহির করা হয় ওই মিছিলে ছাত্রলীগের দু’গ্রুফের সংঘর্ষে মারাত্মকভাবে আহত হয়েছেন সন্দ্বীপ মুস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যাল কলেজের ডিগ্রি ২য় বর্ষের ছাত্র মো. রাসেল এবং ইন্টারমিডিয়েট এর ১ম বর্ষের ছাত্র মো. শাহীন নামের দুই ছাত্র।
পরবর্তীতে তাদের চিকিৎসার জন্য সন্দ্বীপ মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয়।
এদিকে সন্দ্বীপ পৌরসভার যুবলীগ নেতা এবিএস লিটন দূরবৃত্তের হামলায় মারাত্মকভাবে আহত হয়।
ঘটনাটি ঘটে সন্দ্বীপ উপজেলা হারামিয়া কমপ্লেক্স সংলগ্ন সন্দ্বীপ ভবন এর সামনে। একদল দূরবৃত্ত তার উপর অতর্কিত আক্রমণ চালিয়ে দ্রুত এলাকা ত্যাগ করে।
পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য এনাম নাহার সেন্ট্রাল হাসপাতে নিয়ে আসা হয়। হামলার খবর শুনে তাকে দেখতে তাৎক্ষনিক হাসপাতালে আসেন সন্দ্বীপ উপজেলা চেয়ারম্যান মাষ্টার শাহাজান বি.এ।
উল্লেখ্য, এবিএস লিটন সন্দ্বীপ উপজেলার সাবেক যুলীগের সদস্য।