বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » বিশেষ কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম স্থগিত করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
বিশেষ কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম স্থগিত করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
মাহবুবুর রহমান, ঢাকা প্রতিনিধি :: বুধবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের কাছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, বিশেষ কারণে সামাজিক যোগাযোগের কয়েকটি মাধ্যম সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয়েছে ।
তিনি বলেন, ‘দেশের আইন-শৃঙ্খলা পরিস্থতি খুবই ভাল আছে, তবে আমরা আশঙ্কা করছি কিছু হতে পারে। সেজন্যই এই ব্যবস্থা গ্রহণ। আমি বলছি না যে আমাদের দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়ে গেছে’।
মন্ত্রী আরও জানান, শুধু আমাদের দেশে নয় ফ্রান্সসহ অন্যান্য জায়গায় অনেকগুলো ঘটনা ঘটেছে। যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে (আমাদের) দেশ একটু উৎকণ্ঠিত ছিল। বিচার কার্যকর করার সময় একটা অচলাবস্থা সৃষ্টি করতে পারে। নানান ধরনের কথাবার্তা আসছে ও চলছিল। সেজন্যই দেশকে স্থিতিশীল ও শান্ত করার জন্য নিরাপত্তার খাতিরে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মানবতাবিরোধী অপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিষয়ে আদালতের রায়ের পর তাদের বিচার কার্যকর করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিচার বিভাগ থেকে যেভাবে নির্দেশ আসবে সেভাবেই ব্যবস্থা নেয়া হবে। আইনের বাইরে কোনো পদক্ষেপ নেয়া হবে না।’
‘কোর্টের অর্ডার আইজি প্রিজনের কাছে যাবে। প্রাণভিক্ষার একটা ব্যাপার আছে, আইন অনুযায়ী যদি এই সুবিধা তারা পান তাহলে সেভাবেই ব্যবস্থা নেব আমরা’ যোগ করেন আসাদুজ্জামান খাঁন।
বুধবার সকালে দিনাজপুরে ইতালির নাগরিককে ছুরিকাঘাতে আহত হওয়ার বিষয়ে মন্ত্রী বলেন, তার জন্য নিরাপত্তার ব্যবস্থা ছিল। কিন্তু উনি নিজেই জানিয়েছিলেন (আইন-শৃঙ্খলা রক্ষাকারীদের) ‘আমি ৩০ বছর এইখানে কাজ করছি। আমার কোনো শত্রু নেই। তার আত্মবিশ্বাস ছিল। কিন্তু অমানুষ না হলে এমন হামলা কেউ ঘটাতে পারে না। আমরা চেষ্টা করছি, দোষীদের খুঁজে বের করা হবে।
বৃহস্পতিবার জামায়াতের ডাকা হরতালের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াত একটি রাজনৈতিক দল। এখনো তাদের অস্তিত্ব আছে, হরতাল ডাকতেই পারে। তারা আগেও হরতাল করেছে, মানুষ তাতে সাড়া দেয়নি।