শুক্রবার ● ৪ আগস্ট ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ২ গরুচোরকে গণপিটুনি: লেগুনায় আগুন
গাজীপুরে ২ গরুচোরকে গণপিটুনি: লেগুনায় আগুন
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২০ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২১মি.) গাজীপুরের শ্রীপুরে শামীম আহমেদ (২৬) ও শরীফ মিয়া (২৮) নামে দুই গরুচোরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এসময় উত্তেজিত জনতা তাদের ব্যাবহৃত লেগুনায় আগুন ধরিয়ে দেয়।
চুরি করা গরু লেগুনায় করে নিয়ে যাওয়ার সময় লেগুনাটি রাস্তায় বিকল হয়ে পড়লে মেরামতের সময় এলাকাবাসী তাদের ধরে গণপিটুনি দেয়।
৪ আগস্ট শুক্রবার ভোরে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া ফকির মার্কেট মোড় থেকে তাদের আটক করা হয়। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।
আটককৃত শামীম আহমেদ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ভাষাকুল গ্রামের দুলাল মিয়ার ছেলে এবং শরীফ মিয়া শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।
শামীম স্বপরিবারে দুই বছর ধরে উপজেলার টেপিরবাড়ি গ্রামের আলাউদ্দিনের বাড়িতে ভাড়া থাকছেন।
গরুর মালিক শাহাদাত হোসেন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, শুক্রবার ভোর রাত সাড়ে ৪টার দিকে এলাকার লোকজনের চিৎকার শুনে ফকির মার্কেট মোড়ে গিয়ে দেখি দুই গরু চোরকে আটক করেছে এলাকাবাসী।
চোরেরা রাতের কোনো একসময় গোয়াল ঘর থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় তাদের ব্যবহৃত লেগুলা বিকল হয়ে পরে।
এসময় তাদের লেগুনা মেরামত করতে দেরি হওয়ায় ফজরের নামাজের জন্য লোকজন মসজিদে আসলে শামীম ও শরীফকে এলাকায় নতুন দেখে তাদের সন্দেহ হয়।
জিজ্ঞাসাবাদে তারা এলামেলো কথা বললে লোকজনের সন্দেহ হয়। পরে লেগুনার গরু দেখে এলাকাবাসী নিশ্চিত হয়ে তাদেরকে গণপিটুনি দেয়। এক পর্যায়ে উত্তেজিত এলাকাবাসী তাদের ব্যাবহৃত লেগুনায় আগুন ধরিয়ে দিলে এটি পুড়ে যায়।
শ্রীপুর থানার এসআই বিনয় সরকার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, আটক দুই গরুচোরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।