শুক্রবার ● ৪ আগস্ট ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » পানছড়িতে শিক্ষার মান উন্নয়নের লক্ষে বিশেষ ক্লাসের উদ্বোধন
পানছড়িতে শিক্ষার মান উন্নয়নের লক্ষে বিশেষ ক্লাসের উদ্বোধন
পানছড়ি প্রতিনিধি :: (২০ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.০৭মি.) খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার এসএসসি ও জেএসসি ফলাফলের মান উন্নয়নের লক্ষে, উপজেলা পরিষদের অর্থায়নে বিশেষ ক্লাসের উদ্বোধন ও অভিভাবক সমাবেশ ৪ আগষ্ট শুক্রবার পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে সকালে অনুষ্টিত হয়েছে।
এ উপলক্ষে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অরুপ চাকমা, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলি আহাম্মেদ, লোগাং বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির চাকমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাথ দেব, যুগ্ন-সম্পাদক বিজয় কুমার দে, ৩নং পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান মো. নাজির হোসেনও পল্লী উন্নয়ন কর্মকর্তা মো.বাবুল হোসেন প্রমূখ।
শিক্ষা বান্ধব উপজেলা নির্বার্হী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম এর উদ্যেগে ও উপজেলা চেয়ারম্যান সর্বত্তোম চাকমার সর্মথনে, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে বিশেষ ক্লাসে, উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের ২৭জন ১০ম শ্রেণীর শিক্ষার্থী ও ৩৫জন ৮ম শ্রেণীর শিক্ষার্থী গণিত, ইংরেজী, হিসাব বিজ্ঞান ও রসায়ন বিজ্ঞানের উপর বিশেষ এই ক্লাসে অংশ গ্রহণ করবেন।
আলোচনা সভায় উপজেলা নির্বার্হী কর্মকর্তা বলেন, এই বিশেষ ক্লাসে যে সকল ছাত্র/ছাত্রী নিয়মিত অংশ গ্রহণ না করলে তাদের ব্যাপারে আমাকে জানাবেন। আপনার সন্তান বাড়িতে ঠিকমত লেখা-পড়া করছে কি না এবং বিদ্যালয়ে নিয়মিত আসছে কি না তার উপর খোজ খবর নিতে অভিভবাকদের অনুরুদ করে তিনি বলেন, ছাত্র/ছাত্রীদের হাজিরা খাতা থাকবে, পাশাপাশি ক্লাসে না আসলে তারও রেজিষ্টার্ড থাকবে। আর সেই মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। কোন কারণে ক্লাসে আসতে না পারলে সংশ্লিষ্ট শিক্ষককে অবগত করতে হবে।