শনিবার ● ৫ আগস্ট ২০১৭
প্রথম পাতা » অপরাধ » প্রবাসীর সর্বস্ব নিয়ে পালিয়েছে প্রাইভেট মাস্টার
প্রবাসীর সর্বস্ব নিয়ে পালিয়েছে প্রাইভেট মাস্টার
ঝালকাঠি প্রতিনিধি :: স্বর্ণালংকার ও নগদ ৫ লক্ষ টাকাসহ প্রায় ৮ লক্ষ টাকার মালামাল নিয়ে পালিয়েছে মেয়ের প্রাইভেট মাস্টার মো. শাহাদাত হোসেন (রুবেল)। রুবেল রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ঘিগড়া গ্রামের মৃত কাশেম হাওলাদারের ছেলে।
অভিযোগে জানাগেছে, জুন মাসের ১৯ তারিখ ঢাকার গাজিপুর জয়দেবপুর টেকনগপাড়ার কুয়েত প্রবাসী মো. রফিকুল ইসলামের শ্যালকের ভাড়াটিয়া বাসা থেকে রফিকের স্ত্রী, মেয়ে ও শ্যালকের স্ত্রীর স্বর্নালংকার, ও বাড়ির কাজের ৫ লক্ষ টাকাসহ প্রায় ৮ লক্ষ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায় প্রাইভেট শিক্ষক শাহাদাত হোসেন রুবেল। এরপর তাকে সাম্ভব্য অনেক স্থানে খুজে পাওয়া যায়নি। রফিক বিদেশে থাকায় আইনী প্রক্রিয়া শুরু করতে পারেনি তারা। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন রফিকুলের পরিবার। রফিকুল ইসলামের বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি গ্রামে।
প্রবাসী রফিকুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, দীর্ঘ দিন তার শ্বাশুড়ী স্ত্রী এক মেয়ে ও এক ছেলেসহ ঢাকার উত্তর বাড্ডা এলাকায় বাসাভাড়া নিয়ে থাকতো। রফিকুলের পূর্ব পরিচিত মো. শাহাদাত হোসেন (রুবেল) তার মেয়ে সাদিয়াকে ৬ষ্ঠ শ্রেণীতে পড়ার সময় তাদের বাসায় এসে প্রাইভেট পড়াত। এক পর্যায়ে রফিকুলের পরিবারের সাথে প্রাইভেট মাস্টার রুবেলের ঘনিষ্ট সম্পর্ক হয়। মেয়ের জেএসসি পরিক্ষার পর ২০১৫ সালে তারা প্রবাসী স্ত্রীর ভাইয়ের ক্রয়কৃত গাজিপুর জয়দেবপুর টেকনগপাড়াস্থ বাসায় বসবাস উঠেন। সেখানে রুবেলের যাতায়েত ছিল। গত বছর জীবিকার তাগিদে কুয়েত যায় মো. রফিকুল ইসলাম। সেখানে কষ্টে রোজগারের উপার্জনের টাকা নিয়মিত পাঠিয়ে আসতো স্ত্রীর কাছে। বিদেশ থেকে পাঠানো টাকা বিভিন্ন সময় মাস্টার মো: শাহাদাত হোসেন রুবেল নিয়ে খরচ করতো। গত ১৯ জুলাই আমার স্ত্রী ডাক্তার দেখাতে গেলে এই সুযোগে নগদ টাকা স্বর্ণালংকারসহ প্রাইভেট মাস্টার রুবেল পালিয়ে যায়।