রবিবার ● ৬ আগস্ট ২০১৭
প্রথম পাতা » করোনা আপডেট » রাঙ্গুনিয়াতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
রাঙ্গুনিয়াতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (২২ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ২.১৬মি.) গতকাল ৫ আগষ্ট শনিবার রাঙ্গুনিয়ায় শিশুকে ভিটামিন “এ“ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোমিনুর রহমান, ডা. অরুপ রতন দেব, জুনিয়র শিশু কনসালটেন্ট ডা. আসমা ফেরদৌসি,স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ জয়ন্ত কুমার চৌধুরী, ক্লিনিক ম্যানেজার মোহাম্মদ মেজবাহ উদ্দীন, মেডিকেল টেকনোলজিস্ট নাছির উদ্দিন প্রমুখ। শনিবার ৫ আগষ্ট রাঙ্গুনিয়ার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৩৬৯ টি কেন্দ্রে ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হয়।
৩টি মোবাইল টিমের মাধ্যমে ৬ -১১ মাস বয়সের ৬ হাজার ৩’শত ৯৭ জন শিশুকে ১টি করে নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সের ৫১ হাজার ১’শত ৭৯ জন শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে।