রবিবার ● ৬ আগস্ট ২০১৭
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যার প্রধান আসামি গ্রেফতার
কালীগঞ্জে সাবেক এমপি পুত্র হত্যার প্রধান আসামি গ্রেফতার
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২২ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৫৫মি.) গাজীপুরের কালীগঞ্জে সাবেক এমপির ছেলে হাবিবুর রহমান ফয়সাল হত্যা মামলার প্রধান আসামি তৌহিদুল ইসলাম রিমনকে (২৭) গ্রেফতার করেছে র্যাব-১।
৬ আগস্ট রবিবার দুপুরে র্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
সাংবাদিক সম্মেলনে র্যাব-১ এর কোম্পানি কমান্ডার মেজর মঞ্জুর মেহেদী ইসলাম বক্তব্য রাখেন। এ সময় পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার মো. আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
তৌহিদুল ইসলাম রিমন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ভাদগাতী গ্রামে সাইদুল ইসলাম ওরফে মুসলেউদ্দিন মাস্টারের ছেলে।
সাংবাদিক সম্মেলনে র্যাব-১ এর মেজর মঞ্জুর মেহেদী ইসলাম জানান, গত ৩০ জুলাই রবিবার রাত ১০টার দিকে কালীগঞ্জের ভাদগাতী এলাকার সাবেক সংসদ সদস্য মোখলেসুর রহমান জিতুর ছেলে হাবিবুর রহমান ফয়সালকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনায় ফয়সালের বড় বোন মাসুমা সুলতানা মুক্তা বাদী হয়ে ১ আগস্ট কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় র্যাব ছায়া তদন্ত শুরু করে। এর ধারাবাহিকতায় র্যাব-১ এর একটি দল শনিবার দুপুর ২টার দিকে কালীগঞ্জ থানার উত্তরগাঁও বাজার থেকে ওই মামলার প্রধান আসামি তৌহিদুল ইসলাম রিমনকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যমতে একই এলাকার আলমগীরের দোকানে অভিযান চালিয়ে ফয়সাল হত্যায় ব্যবহৃত পিস্তল, ২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, রিমন প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন।