সোমবার ● ৭ আগস্ট ২০১৭
প্রথম পাতা » পাবনা » সাহিত্যিক প্রমথ চৌধুরীর জন্মদিন পালন
সাহিত্যিক প্রমথ চৌধুরীর জন্মদিন পালন
চাটমোহর প্রতিনিধি :: (২৩ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.২৭মি.) প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদের আয়োজনে পাবনার চাটমোহরের হরিপুরে প্রথমবারের মতো উদযাপিত হলো বীরবল খ্যাত লেখক প্রাবন্ধিক ও কবি প্রমথ চৌধুরীর ১৪৯ তম জন্ম বার্ষিকী। বিংশ শতাব্দীর অন্যতম লেখক, বাংলা ভাষায় চলিত গদ্য রীতির প্রবর্তক সাহিত্যিক প্রমথ চৌধুরীর পৈত্রিক ভিটায় ৭ আগষ্ট সোমবার সকাল ১০ টায় এ জন্মোৎসব পালন করা হয়।
প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি ও সাপ্তাহিক অনাবিল সংবাদ পত্রিকার সম্পাদক প্রভাষক ইকবাল কবীর রনজুর সভাপতিত্বে এ অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন সংগঠনটির অন্যতম উপদেষ্টা ও হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মকবুল হোসেন।
প্রধান অতিথি হিসেবে হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হক রওশন এবং প্রধান বক্তা হিসেবে সংগঠনের সিনিয়র সহসভাপতি মো. শামসুজ্জোহা উপস্থিত ছিলেন।
এসময় হরিপুর দূর্গাদাস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মহিউদ্দিন মিয়া, হরিপুর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান, হরিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি প্রদ্যুৎ কুমার চৌধুরী, সহঃ অধ্যাপক মোখলেছুর রহমান, বাবুল আকতার, প্রভাষক আব্দুল মজিদ, আব্দুস সালাম, খন্দকার মমতাজ উদ্দিন, বিপ্রদাস সরকার, স্বপন কুমার পাল, মোহাইমিনুল হালিম, উজ্বল, এম এ আলীম আব্দুল্লাহ, আব্দুল মমিন মাষ্টার, ইউনুস আলী, গোলাম নবী সজলসহ সংগঠনের নেতাকর্মী এলাকাবাসী ও সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
আলোচনা সভার এক পর্যায়ে আমন্ত্রিত অতিথিবৃন্দ কেক কাটেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এড. আব্দুল মমিন সরকার।