সোমবার ● ৭ আগস্ট ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ঘুষের টাকা নেয়ার সময় গফরগাঁওয়ের শিক্ষা অফিসারসহ আটক ৩
ঘুষের টাকা নেয়ার সময় গফরগাঁওয়ের শিক্ষা অফিসারসহ আটক ৩
ময়মনসিংহ ব্যুরো :: (২৩ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.০২মি.) ময়মনসিংহের গফরগাঁওয়ে ঘুষের টাকা নেয়ার সময় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাসহ তিন জনকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ।
৭ আগস্ট সোমবার বিকালে গফরগাঁও উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও তার সহকর্মীরা নিজ কার্যালয়ে বসে ঘুষের টাকা নেয়ার সময় নগদ আট হাজার টাকাসহ তাদের আটক করা হয়।
জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, কাজ করে দেওয়ার নামে একজনের কাছ থেকে টাকা নেওয়ার সময় তাদের আটক করা হয়।
আটকরা হলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, তার কার্যালয়ের উচ্চমান সহকারী উত্তম কুমার ও অফিস সহকারী সিদ্দিকুর রহমান।
উপ-পরিচালক জাহাঙ্গীর আরও বলেন, সোমবার বিকালে গফরগাঁও উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে নগদ আট হাজার টাকাসহ তাদের আটক করা হয়।
পরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বাসায় অভিযান চালিয়ে আরও এক লাখ ৩৩ হাজার টাকা জব্দ করা হয় বলে জানান তিনি।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মাহবুবুল হক এ ব্যাপারে জানান, বিকেলে দুদক একটি মামলা দায়ের করেছে।