সোমবার ● ৭ আগস্ট ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গ্রাহকদের ২কোটি টাকা হাতিয়ে নিয়েছে রাঙামাটির স্থানীয় এনজিও সিসিডিআর
গ্রাহকদের ২কোটি টাকা হাতিয়ে নিয়েছে রাঙামাটির স্থানীয় এনজিও সিসিডিআর
কাউখালী প্রতিনিধি :: (২৩ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৪৪মি.) কাউখালী উপজেলায় রাঙামাটির বেরকারী উন্নয়ন সংস্থা সেন্টার ফর কমিউনিটি ডেভলপমেন্ট এন্ড রিসার্স (সিসিডিআর) এনজিও সাধারন গ্রাহকদের আত্মসাত করা টাকা ফেরৎ পাওয়ার জন্য ৭আগষ্ট সোমবার সকালে কাউখালী প্রেসক্লাব চত্বরে মানববন্ধন কর্মসুচী পালন করেছে। কাউখালি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে রাঙামাটি জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান করা হয়।
জানা যায়, রাঙামাটি শহরের তবলছড়ি এলাকার স্থানীয় এনজিও সিসিডিআর কাউখালী উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় নয়শত গ্রাহকের ৭ বছরে প্রায় ২ কোটি টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায় বলে গ্রাহকরা জানান। মানববন্ধনে গ্রাহকরা আরো বলেন,আমরা এই এলাকার সাধারন মানুষ জন রাঙামাটি স্থানীয় এনজিও বলে বিশ্বাস করে এবং আমাদের এলাকার ছেলে লিটন চাকমা (৩০) পিতা: লক্ষি ধন চাকমা পুরাতন পোয়াপাড়াকে বিশ্বাস করে অনেক কষ্টে উপার্জিত টাকা প্রতিদিন তার হাতে এবং তার অফিস স্টাফদের কাছে জমা দিয়েছি। গ্রাহকদের দাবি লিটন চাকমা গ্রাহকদের সাথে চরম বেঈমানী বিশ্বাস ঘাতকতা করেছে। লিটন চাকমা গ্রাহকদের টাকা সিসিডিআর এর মালিক প্রতারক মো. জাহিদুল আলমকে দিয়েছে এবং লিটন চাকমা গ্রাহকদের টাকা দিয়ে কাউখালী উপজেলার কচুখালী এলাকায় কয়েক লক্ষ টাকার জমি কিনেন ও পাকা বাড়ি নির্মান করেছে গ্রাহকরা আরো বলেন লিটন চাকমা হাতে বর্তমানে ২০-২২ লক্ষ টাকার মতো নগদ জমা আছে।
সিসিডিআর ভোক্তভোগিরা আত্মসাতকৃত প্রায় ২ কোটি টাকা জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে ফেরৎ চেযেছেন। সিসিডিআর এর মালিক,সকল কর্মকর্তা ও কর্মচারীর দৃষ্টান্তমুলুক শাস্তি দাবি করেছেন।
এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন সিসিডিআর কর্তৃক প্রতারিত হওয়া গ্রাহক মো. মাঈন উদ্দিন, মো. খুরশেদ সওদাগর, মো. আক্তার, মো. নাছির উদ্দিন ফারুক, মো. তৈাহিদ, মো. মিজানুর রহমান, অংচা প্রু মারমা, হলা প্রু মারমা ও রোমেল চাকমা প্রমুখ।