মঙ্গলবার ● ৮ আগস্ট ২০১৭
প্রথম পাতা » অপরাধ » রাঙ্গুনিয়াতে মেয়াদ উত্তীর্ণ খাদ্যসামগ্রী রাখার দায়ে বনফুলকে ১০ হাজার টাকা জরিমানা
রাঙ্গুনিয়াতে মেয়াদ উত্তীর্ণ খাদ্যসামগ্রী রাখার দায়ে বনফুলকে ১০ হাজার টাকা জরিমানা
রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (২৪ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ২.৪৪মি.) রাঙ্গুনিয়ায় অবৈধ বালু তোলা, ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে। অভিযান পরিচালনাকালে খাদ্য পরিবেশক প্রতিষ্ঠান বনফুল রোয়াজারহাট রাঙ্গুনিয়া শো রুম থেকে মেয়াদ উত্তীর্ণ ব্যাপক খাদ্যসামগ্রী রাখার দায়ে খাদ্যসামগ্রী ধ্বংস করে দেওয়াসহ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া হোছনাবাদ ইউনিয়নের দক্ষিন নিশ্চিন্তাপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের ড্রেজার মেশিন ও পাইপ পুড়িয়ে দেওয়া হয়। এসময় উত্তোলনকৃত অবৈধ বালু ১০ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয় । ৭ আগস্ট সোমবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ কামাল হোসেন। ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন রাঙ্গুনিয়া থানার এএস আই মোহাম্মদ হাসান সহ সঙ্গীয় পুলিশ ফোর্স।