মঙ্গলবার ● ৮ আগস্ট ২০১৭
প্রথম পাতা » জাতীয় » বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন পালিত
বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন পালিত
ঢাকা প্রতিনিধি :: (২৪ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৪৭মি.) বঙ্গবন্ধু গবেষণা পরিষদের উদ্যোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ৮ অগস্ট মঙ্গলবার সকালে ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ ভিআইপি কনফারেন্স রুমে ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজউদ্দিন আহমেদ। তিনি বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর সহধর্মিনী, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ইতিহাসে চিরঞ্জীব। বেগম ফজিলাতুন্নেছা মুজিব বঙ্গবন্ধুকে সর্বদা সাহস, শক্তি ও পরামর্শ দিয়ে মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রেখেছেন। তিনি বঙ্গবন্ধু ও বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করতেন।
বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট মো. আফজাল হোসেন, সংসদ সদস্য কবি কাজী রোজী ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান ইসমত কাদির গামা।
এডভোকেট মো. আফজাল হোসেন বলেন, বেগম ফজিলাতুন্নেছা মুজিব বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ অবিচ্ছেদ্য ও অভিন্ন। তিনি বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জীবনী পাঠ্যপুস্তকে অধিক লিপিবদ্ধ করার আহ্বান জানান।
কবি কাজী রোজী এম.পি বলেন, বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন বঙ্গবন্ধুর সকল কাজের প্রেরণার উৎস। বঙ্গবন্ধুকে সকল কাজে বুদ্ধি, পরামর্শ, অর্থ, সাহস ও শক্তি যুগিয়েছিলেন বেগম ফজিলাতুন্নেছা মুজিব।
লায়ন মো. গনি মিয়া বাবুল বলেন, বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন মানবিক গুণাবলীতে উজ্জীবিত একজন মহিয়সী নারী। তার জীবনীর উপর ব্যাপক গবেষণা প্রয়োজন। বেগম ফজিলাতুন্নেছার গুণাবলী জানা, অনুসরণ ও অনুকরণ করা আমাদের জন্যে অত্যাবশ্যক।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরামের মহাসচিব মো. আতাউর রহমান, সংগঠনের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম তালুকদার, কবি শাহনাজ পারভীন, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের চেয়ারম্যান আশরাফ আলী হাওলাদার ও লোকশক্তি পার্টির সাহিকুল আলম টিটু।
আলোচনা শেষে ১৯৭৫’র ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত ও দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল।