শুক্রবার ● ১১ আগস্ট ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যেরা খাগড়াছড়িতে
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যেরা খাগড়াছড়িতে
খাগড়াছড়ি প্রতিনিধি :: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৮নং সাব কমিটির সদস্য মো. নজরুল ইসলাম বাবু এমপি ১০ আগষ্ট বৃহস্পতিবার শিশু কল্যাণ ট্রাস্টের পরিচালিত খাগড়াছড়ি শিশু কল্যাণ বিদ্যালয় পরিদর্শন করেন।
এ সময় জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আতাউর রহমান, খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলম, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি কল্যান মিত্র বড়ুয়া, পার্বত্য জেলা পরিষদ সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু ও মংক্যচিং চৌধুরী , জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মিহির ইয়াসমিন উপস্থিত ছিলেন ।
মুলত: বিদ্যালয়ের সুযোগ সুবিধা বৃদ্ধি ও কল্যানের বিষয়টি বিবেচনা করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদীয় কমিটির সদস্যের এ পরিদর্শন বলে জানা গেছে। পরিদর্শনকালে স্থায়ী কমিটির সদস্য মো. নজরুল ইসলাম এমপি তিন পার্বত্য জেলার মধ্যে খাগড়াছড়ির শিশু কল্যান ট্রাস্ট বিদ্যালয়কে মডেল স্কুল পরিণত করার ঘোষনা দেন। পাশপাশি জেলা পরিষদ সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাস চালু করার লক্ষে প্রজেক্টর এবং ল্যাপটপ দেয়ার ঘোষনা দেন।
উল্লেখ্য, এরশাদ সরকারের আমলে ৬৪ জেলায় ৬৪টি বিদ্যালয় প্রতিষ্ঠা করা হলেও এখনো জাতীয়করণ করা হয়নি, জাতীয়করণ না হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষিকারা সামান্য ভাতাছাড়া আর কোন সুযোগ সুবিধা পান না। সংসদীয় কমিটির এ সদস্য এর আগে বান্দরবান এবং রাঙ্গামাটি সফর করেন এবং শিশু কল্যান ট্রাস্টের বিদ্যালয় পরিদর্শন করেন। দুপুরেই তিনি চট্টগ্রামের উদ্দেশ্যে খাগড়াছড়ি ত্যাগ করেন।