শনিবার ● ১২ আগস্ট ২০১৭
প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় নতুন বিদ্যুত সংযোগ পেল ১২৯ কৃষক পরিবার
কলাপাড়ায় নতুন বিদ্যুত সংযোগ পেল ১২৯ কৃষক পরিবার
পটুয়াখালী প্রতিনিধি :: (২৮ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.২৮মি.) বিদ্যুতের আলোয় আলোকিত হলো কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের গামুরিবুনিয়া গ্রাম। ওই গ্রামের ১২৯ জন গ্রাহককে ১১ আগষ্ট শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে বিদ্যুত সংযোগ প্রদান করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী আলহাজ মাহবুবুর রহমান এমপি।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান খান, পল্লী বিদ্যুতের কলাপাড়াস্থ ডিজিএম সুদেব কুমার সরকার, পল্লী বিদ্যুত সমিতি পটুয়াখালীর পরিচালক প্রভাষক ইউসুফ আলী, আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার, মকবুল হাওলাদার প্রমুখ।
চাকামইয়ার প্রত্যন্ত এলাকার ১২৯ কৃষক পরিবার বিদ্যুতের নতুন সংযোগ পেয়ে স্বস্তি খুজে পেয়েছেন। পবিস স্থানীয় সুত্রে জানা গেছে, ওই গ্রামে বিদ্যুত সংযোগ দিতে ব্যয় হয়েছে ৩৯ লাখ ৪০ হাজার ২৫৬ টাকা। এজন্য দুই দশমিক ৮৮ কিলোমিটার নতুন বিদ্যুত লাইন স্থাপন করা হয়েছে।