রবিবার ● ১৩ আগস্ট ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ৪ দিনেও খোঁজ মেলেনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ছাত্রী স্মৃতি’র
৪ দিনেও খোঁজ মেলেনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ছাত্রী স্মৃতি’র
ঝিনাইদহ প্রতিনিধি :: (২৯ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২৭মি.) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থী নিখোঁজের ঘটনা ঘটেছে। গত চার দিনেও তার খোঁজ মেলেনি বলে অভিযোগ ওই শিক্ষার্থীর পরিবারের। স্মৃতি খাতুন নামের ওই শিক্ষার্থী গত বুধবার সকালে ক্যাম্পাসের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। পরে আর তিনি বাড়িতে ফেরেননি বলে জানা গেছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় একটি সাধারণ ডায়েরি (নং-৩১৯) করেছেন। পরিবার ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, স্মৃতি খাতুন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ছাত্রী। তার বাড়ি ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানার মকিমপুর গ্রামে। বাবার নাম আনোয়ার হোসেন। আনোয়ার বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.মাহবুবর রহমানের কাছে লিখিত অভিযোগ করেন। আনোয়ার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, স্মৃতি ক্লাস করার উদ্দেশ্যে বুধবার সকালে বাসা থেকে বের হয়। এরপর সে আর বাড়িতে ফেরেনি। আত্মীয়-স্বজনদের বাসায় খোঁজ নেয়া হয়েছে। কিন্তু কোথাও তার সন্ধান পাওয়া যাচ্ছে না। স্মৃতি বিবাহিত।
ওই ছাত্রীর বাবা আরও জানান, স্মৃতি যখন নবম শ্রেণির ছাত্রী তখন তার মানসিক সমস্যা ছিল। তার চিকিৎসা করানো হয়েছে। বর্তমানে সে অনেকটা সুস্থ। এছাড়া কলেজে অধ্যয়নরত অবস্থায় রনি নামে এক ছেলে তাকে পছন্দ করতো। তবে স্মৃতি তাকে পছন্দ করতো না বলেও জানান তার বাবা। এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাকে খুঁজে বের করার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সব বিভাগের সঙ্গে কথা বলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখতে বলা হয়েছে।’ এ ব্যাপারে ইবি থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, তাকে খুঁজে বের করে পরিবারের কাছে পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই তার কললিস্ট মোবাইল অপারেটরদের কাছে চাওয়া হয়েছে। এছাড়াও দেশের সব থানায় তার ছবি এবং তথ্য দেয়া হয়েছে বলেও জানান ওসি।