সোমবার ● ১৪ আগস্ট ২০১৭
প্রথম পাতা » ঢাকা » মিডিয়ায় ইসলামী অনুষ্ঠানের মানোন্নয়নে স্কলারদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা
মিডিয়ায় ইসলামী অনুষ্ঠানের মানোন্নয়নে স্কলারদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা
ঢাকা প্রতিনিধি :: (৩০ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১১মি.) ১৩ আগষ্ট রবিবার সন্ধ্যায় ঢাকায় টিবিএন টুয়েন্টিফোর ও আদ-দীন টিভির উদ্যোগে আয়োজিত ‘মিডিয়ায় ইসলামী অনুষ্ঠানের মানোন্নয়নে স্কলারদের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা-২০১৭ অনুষ্ঠিত হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের চেয়ারম্যান ড. আহমদ আবুল কালাম এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এর পেশ ইমাম মাওলানা মুহিউদ্দিন কাসেম।
টিবিএন টুয়েন্টিফোর ও আদ-দীন টিভির ইসলামী অনুষ্ঠানের কো অর্ডিনেটর বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুহাদ্দিস মাওলানা মাহমুদুল হাসান এর সঞ্চালনায় টিবিএন টুয়েন্টিফোর এর ডিরেক্টর এন্ড চিফ এডিটর নাজমুল আশরাফের তত্ত্বাবধানে সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারী হাফেজ মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম।
সভায় উপস্থিত থেকে অন্যান্য স্কলারদের মধ্যে মতামত প্রদান করেন করেন সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামীক ব্যাংকস’র সেক্রেটারী জেনারেল এ কিউ এম সফিউল্লাহ আরিফ, কোরআন ও বিজ্ঞান গবেষক বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. মসিহ-উর রহমান, রাহবার মাল্টিমিডিয়া লি. এর চেয়ারম্যান বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হাফেজ মুফতি সাইফুল ইসলাম, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের প্রভাষক ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হাফেজ মুফতি মুহাম্মদ যাকারিয়া।
সভায় আরও উপস্থিত ছিলেন উদীয়মান বক্তা খতীব ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব সাদিকুর রহমান আল আযহারী, বিশিষ্ট শিক্ষাবীদ খ্যাতীমান আলেমে দ্বীন অধ্যক্ষ মূর্তাজা হাসান শাহীন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন শিক্ষক সাংবাদিক ও কলামিস্ট মুহাম্মদ আবদুল কাহহার সিদ্দিকী। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন মুহাম্মদ নুরুল্লাহ মাহদী।
ইসলামী অনুষ্ঠানের মানোন্নয়নে স্কলারগণ মত বিনিময় সভায় যে সব বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করছেন তন্মোধ্যে- শিশুদের জন্য কোরআন শিক্ষার আসর, শিশু ও নারীদের জন্য টিভি অনুষ্ঠান তৈরী, প্রকৃত ইসলাম ও ইসলামের সৌন্দর্য প্রকাশ পায় এমন ভাবে ছোট ছোট প্রোগ্রামের আয়োজন করা, প্রশ্নভিত্তিক লাইভ অনুষ্ঠান, জুমাবারে বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা, আকীদা বিষয়ক কিতাবের নামে অনুষ্ঠান তৈরী, ফরজের পর্যায়ে অর্ন্তভূক্ত ও আকীদাগত মৌলিক বিষয়ে যে সব বিতর্ক রয়েছে তার সুষ্ঠু নির্দেশনা প্রদান করা এবং নফল পর্যায়ের বিষয়ে বিতর্ক এড়িয়ে যাওয়াসহ শিক্ষা, তথ্য ও বিনোদনের সমন্বয়ে আরো কিছু অনুষ্ঠান দর্শকদেরকে উপহার দেয়া যায় কি না যে বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেছেন।