শিরোনাম:
●   মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন ●   মানিকছড়িতে ট্রাকের নীচে মোটরসাইকেল আরোহীর মৃত্যু ●   আল ফালাহ ইসলামি একাডেমীর সবক প্রদান অনুষ্ঠান ●   ১১ দফা অবহিতকরণে আত্রাইয়ে আলোচনা সভা ●   পার্বতীপুর রেলওয়ে ইর্য়াডের আম গাছে যুবকের আত্মহত্যা ●   রংধনু ক্লাবের কার্যকরী পরিষদ গঠিত ●   কাউখালী তাহেরিয়া রশিদা সুন্নিয়া দাখিল মাদরাসার সভা ●   পাকুন্দিয়ায় ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ গঠিত ●   বৈরী আবহাওয়ায় ও শীতের তীব্রতায় বাড়ছে কৃষকের দুশ্চিন্তা ●   কোন হটকারিতায় গণঅভ্যুত্থানের অর্জন নষ্ট করা যাবেনা ●   তরফভাইখাঁ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ●   মিরসরাইয়ে শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ ●   ঈশ্বরগঞ্জে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ●   লংগদু এস এস সি পরীক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরন ●   ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে ২০২৫ এর মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব ●   হালদা থেকে বিপন্ন গাঙ্গেয় প্রজাতির মৃত ডলফিন উদ্ধার ●   খাগড়াছড়ির আলুটিলায় পর্যটকবাহী বাস উল্টে আহত-২০ ●   পানছড়িতে লোগাং জোন এর অনুদান সামগ্রী প্রদান ●   আত্রাইয়ে কুলি-বেদে সম্প্রদায়ের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ ●   চুয়েটে স্থাপত্য বিভাগের ১ম জাতীয় কনফারেন্স শুরু ●   বিজিবির অভিযানে খাগড়াছড়িতে ১২ অনুপ্রবেশকারী আটক ●   ঈশ্বরগঞ্জে জাতীয় প্রবাসী দিবস পালিত ●   কুষ্টিয়ায় বালুঘাট দখল নিতে তাণ্ডব চালিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা ●   রাউজানে বিকাশ প্রতারকের ফাঁদে নারী উদ্যোক্তা তানিয়া ●   যোবায়ের-সাদপন্থীদের সংঘর্ষে রণক্ষেত্র ইজতেমা মাঠ : নিহত ৩ ●   মিরসরাইয়ে মধ্য তালবাড়ীয়া স্পোর্টিং ক্লাবের কমিটি গঠন ●   জিয়া কিংবা শেখ মুজিব নয়; জনগণই মুক্তিযুদ্ধের মূল নায়ক : টিপু ●   নবীগঞ্জে ট্রাকের ধাক্কায় কলেজ ছাত্রের প্রাণহানি ●   জাতীয় ঐকমত্য কমিশন এর নেতৃত্বে থাকবেন ড. ইউনূস ও আলী রীয়াজ ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে বিজয় দিবস উদযাপন
রাঙামাটি, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৫ আগস্ট ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী পালন
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী পালন
মঙ্গলবার ● ১৫ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী পালন

---ষ্টাফ রিপোর্টার :: (৩১ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ২.৪৩মি.) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫আগষ্ট মঙ্গলবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর উদ্যেগে শহরের ভেদভেদীতে নির্মিত বঙ্গবন্ধুর ভাষণের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে জেলা পরিষদ সভাকক্ষে জাতির পিতার জীবন ও কীর্তির উপর আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, পরিষদের সদস্য সাধন মনি চাকমা, চানমুনি তঞ্চচঙ্গ্যা, মনোয়ারা আক্তার জাহান, স্মৃতি বিকাশ ত্রিপুরা, অমিত চাকমা রাজু’সহ পরিষদের বিভিন্ন হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ।

অনুষ্ঠান পরিচালনা করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১’র মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধুর অবদান ছিলো অপরিসীম। তিনি এদেশের অর্থনৈতিক উন্নয়ন, গণতন্ত্র প্রতিষ্ঠা, জাতিকে শিক্ষিত করতে, সাম্প্রদায়িক সম্প্রীতি, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে সবসময় কাজ করে গেছেন। এ আন্দোলন করতে গিয়ে অনেকবার তাকে জেল কারাবাস ভোগ করতে হয়েছে। তবুও তিনি থেমে থাকেননি। তিনি চেয়েছিলেন এদেশকে একটি সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে। কিন্তু ৭১’র স্বাধীনতা বিরোধীরা ৭৫’র ১৫আগস্ট তাকে স্বপরিবারে হত্যা করেছে। যাতে বিশ্বে বাংলাদেশ মাথা উচু করে দাঁড়াতে না পারে। কিন্তু তার আদর্শে গড়া তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা তার পিতার সেই সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণে এগিয়ে চলেছেন এবং দায়িত্ব নিয়ে বঙ্গঁবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে অদ্যাবধি কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর হতে দেশে অর্থনৈতিক, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, নারী উন্নয়ন’সহ বিভিন্ন সেক্টরে জাতির পিতার স্বপ্ন পূরণে এবং আগামীতে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাদের যার যার দায়িত্ব আমাদের সঠিকভাবে পালন করতে হবে। তবেই দেশ ও জাতির উন্নয়ন আরো ত্বরান্বিত হবে।
তিনি আরো বলেন, ৭১’র দোসররা ক্ষমতায় আসার পর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসকে বিকৃত করে উপস্থাপন করেছে। তাই নতুন প্রজন্মদের জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত করতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তাদের মাঝে তুলে ধরার আহ্বান জানান তিনি।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পরিষদের হস্থান্তরিত বিভাগ রাঙামাটি যুব উন্নয়ন অধিদপ্তর হতে মৎস্য, কম্পিউটার, ইলেক্ট্রনিক্স ও মিশ্র ফলে প্রশিক্ষণপ্রাপ্ত ৫জন যুবদের মাঝে ৫০হাজার টাকা করে মোট ২লক্ষ ৫০হাজার টাকার চেক বিতরণ করা হয়।
কাউখালীতে জাতির পিতার শাহাদৎ বার্ষিকী ও আলোচনা সভা

কাউখালী প্রতিনিধি :: কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকী ও জাতিয় শোক দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও পুরুস্কার বিতরনী অনুষ্ঠান  ১৫ আগষ্ট মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।
জাতির পিতার শাহাদৎ বার্ষিকী ও জাতিয় শোক দিবস উপলক্ষে এক র‌্যালী উপজেলার গুরুত্বপুর্ন সড়ক প্রদিক্ষন করেন। আলোচনা সভা কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম চৌধুরী (চৌচামং)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এ্যানি চাকমা কৃপা, উপজেলা ভাইস-চেয়ারম্যান মংসুইউ চৌধুরী ডুমং, উপজেলা কৃষি অফিসার কাজী শফিকুল ইসলাম, কাউখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার কমল বরন সাহা, কাউখালী সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আব্দুল কাদের ও আ’লীগ উপজেলা শাখার সাধারন সম্পাদক মো. এরশাদ সরকার প্রমুখ।
এ সময় আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, কাউখালী থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল করিম, কাউখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কামরুন্নাহার ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (ভাঃ) বাহার মিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন জণস্বাস্থ্য প্রকৌশলী সুব্রত বড়ুয়া।

আলোচনা সভা শেষে জাতিয় শোক দিবস উলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি কর্তৃক পুরুস্কার তুলে দেওয়া হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)