মঙ্গলবার ● ১৫ আগস্ট ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের জাতীয় শোক দিবস পালন
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের জাতীয় শোক দিবস পালন
ষ্টাফ রিপোর্টার :: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে বোর্ডের চেয়ারম্যান ও সচিব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বোর্ডের ভাইস-চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) তরুণ কান্তি ঘোষ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ডের মাননীয় চেয়ারম্যান ও সচিব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় নব বিক্রম কিশোর ত্রিপুরা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রমা রাণী রায় এবং যুগ্মসচিব এ বি এম নাসিরুল আলম। আলোচনা সভা পূর্বে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
বঙ্গবন্ধু অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন, দেশের মানুষের আপনজন হওয়ার ও তাদের বিশ্বাস অর্জনের পারগতা ছিলেন তিনি। বঙ্গবন্ধু আহবানে পার্বত্যবাসীরাও মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। বঙ্গবন্ধু সাড়ে তিন বছরে তিন বার পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সফরের এসেছিলেন। বঙ্গবন্ধু পার্বত্যাঞ্চলের জন্য একটি পৃথক উন্নয়ন বোর্ড গঠনের আদেশ প্রদান, সুবিধা বঞ্চিত ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসন সংরক্ষণ, উচ্চ শিক্ষার্থে বিদেশে প্রেরণ, শিক্ষাবৃত্তি প্রদানসহ পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের কৃষি, মৎস্য, সংস্কৃতি, কুটিরশিল্প, রাঙামাটি টাউন কমিটিকে পৌরসভায় উন্নতকরণ, রাজা দেবাশীষ রায়কে চাকমা রাজা হিসাবে ঘোষণা প্রদান ইত্যাদি পদক্ষেপ নিয়েছিলেন। এসব কথা জানান অনুষ্ঠানে প্রধান অতিথি নব বিক্রম কিশোর ত্রিপুরা, এনডিসি। সরকার পার্বত্যাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠির প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে আরো অনেক কিছু করে ফেলতেন, আজকের তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু অসমাপ্ত কাজসমূহ সমাপ্ত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। । বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার জন্য যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়নের জন্য আমাদের সকলকে স্ব স্ব দায়িত্ব সঠিকভাবে পালন করে যাওয়ার জন্য তিনি আহবান জানান ।
শুরুতে বঙ্গবন্ধু সম্পর্কে একটি প্রবন্ধ পাঠ করেন বোর্ডের সম্মানিত সদস্য-পরিকল্পনা মোহাম্মদ নুরুল আলম চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত থেকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম রমা রাণী রায় এবং মন্ত্রণালয়ের যুগ্মসচিব এ বি এম নাসিরুল আলম। বোর্ডের সম্মানিত অর্থ শাহীনুল ইসলাম, আইসিডিপি প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ ইয়াছিন এবং প্রকল্প ব্যবস্থাপক মো. জানে আলম, নির্বাহী প্রকৌশলী মো: মুজিবুল আলম, মিশ্র ফল চাষ প্রকল্পের প্রকল্প পরিচালক মো: শফিকুল ইসলাম, জনসংযোগ কর্মকর্তা মংছেনলাইন রাখাইন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কর্মচারী কল্যাণ পরিষদে সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন এবং যুগ্ম সম্পাদক মো: আবু বক্কর সিদ্দিক। বক্তব্য শেষে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড জামে মসজিদের ইমাম মো: জয়নাল আবেদিন। এছাড়াও শোক দিবস পালনের অংশ বিশেষ রাঙামাটি পার্বত্য জেলার সদর ইউনিট অফিসসমূহের নিকটবর্তী ১টি করে মসজিদ, মন্দির, বুদ্ধ মন্দির ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে দোয়া প্রার্থনা ও তবারক বিতরণের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে সকল পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও বোর্ডের অধীনে পরিচালিত সকল কর্মকর্তা-কর্মচারী এবং অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।