বুধবার ● ১৬ আগস্ট ২০১৭
প্রথম পাতা » রাজশাহী বিভাগ » সাংবাদিক দীপক করের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী সাহায্য প্রার্থনা
সাংবাদিক দীপক করের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী সাহায্য প্রার্থনা
সিরাজগঞ্জ প্রতিনিধি :: সড়ক দূর্ঘনায় গুরুত্বর আহত দৈনিক ইত্তেফাকের রায়গঞ্জ সংবাদদাতা প্রতিথযশা প্রবীন সাংবাদিক দীপক কুমার করের (৬৪) শারিরীক অবস্থা অবনতি হয়েছে। প্রায় পক্ষকাল ধরে সংকটাপন্ন অবস্থায় তিনি সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে অর্থপেডিকস বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। সংশ্লিষ্ট সার্জারী বিভাগের প্রধান ডা. ওয়ালিউল ইসলাম জানান, সাংবাদিক দীপক করের ডান পায়ে হাটুর নিচে হাড় ভেঙ্গে গেছে। ডায়াবেটিস বেশি মাত্রায় থাকার কারনে কিছু জটিলতা সৃষ্টি হয়েছে। তার পূর্ণ সুস্থতার জন্য নিবির পর্যবেক্ষন ও একটি জরুরী অপারেশন করা প্রয়োজন। এর পর তাকে ৩/৪ মাস পূর্ন বিশ্রামে থাকতে হবে। অপারেশনটি ঢাকা পঙ্গু হাসপাতালে করলে ভাল হয় বলে তিনি মন্তব্য করেন।
সূত্রমতে,সাংবাদিক দীপকের অপারেশন ও দীর্ঘ মেয়াদী চিকিৎসার ব্যায় হবে প্রায় লক্ষাধিক টাকা যে সামর্থ তার নেই।
জানাগেছে , দীপক কর বাল্যকাল থেকেই নদী, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষন কাজে নিবেদিত প্রান একজন কর্মি । তার আয়ের একটি বড় অংশ তিনি এসব কাজে ব্যয় করে সাদামাটা জীবন জাপন করে থাকেন । এ কারনে কার কোন অর্থ সঞ্চয় নেই ।
বিভিন্ন সুত্রে মতে জানাজায়, গত এপ্রিল মাসে সাউথ এসিয়ান রিভার কনজার ভেশনের সহযোগিতায় বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কতৃক ঢাকায় আয়োজিত ” ব্রহ্ম নদী বেসিন ” শীর্ষক তিন দিন ব্যাপী কনফারেন্সে দীপক কর সিরাজগঞ্জ জেলার প্রক্ষ থেকে অংশগ্রহণ করেন। কনফারেন্সে চীন, ভুটান ও ভারতের প্রতিনিধিগন ছিলেন। এর পর মে মাসে ভারতের একটি পরিবেশবাদী সংস্থা নেসপনের আমন্ত্রনে জাতীয় নদী রক্ষ কমিশনের ৭ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদলের সদস্য হিসেবে তিনি ভারতের পশ্চিমবঙ্গের শিলীগুড়িতে যান । সেখানে তিস্তা নদীর প্রবাহ বিষয়ে অনুষ্ঠিত তিন দিন ব্যাপী কনফারেন্সে যোগ দিয়ে তিনি বাংলাদেশের পক্ষে বিশেষ ভূমিকা রাখেন। এর আগে গত ৭ এপ্রিল জাতীয় নদীরক্ষ কমিশনের চেয়ারম্যান আতাহারুল ইসলামকে প্রধান অতিথি, স্থানীয় সরকার বিভাগ সিরাজগঞ্জের উপ-পরিচালক আবুনুর মোহাম্মাদ শামসুজ্জামান ও বাপার যুগ্ম সম্পাদক শরীফ জামিলকে বিশেষ অতিথি করে সিরাজগঞ্জের ভাটপিয়ারী উচ্চ বিদ্যালয় মাঠে যমুনা নদী ভাঙ্গন কবলিত অসহায় ভুক্তভোগিদের নিয়ে তিনি বিশাল ও সফল জনসভা করেন।
এ ছাড়া তিনি চলনবিল রক্ষা আন্দোলন, বড়াল নদী রক্ষ আন্দোলন ও ফুলজোর নদী রক্ষ আন্দোলনে দৃঢ় ভূমিকা রেখে চলেছেন। পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষনে তার লেখা অনেক কলাম সংশ্লিষ্ট দপ্তরে বিশেষ সুপারিশ হিসেবে গণ্য হয়েছে। বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষন ফেডারেশন (বিবিসিএফ) এর সহ-সভাপতি হিসেবে দীপক কর বন্যপ্রানী ও প্রকৃতি সংরক্ষনে নিরলস কাজ করে যাচ্ছে। এমন একজন নি:স্বার্থ পরিবেশ কর্মী সম্প্রতি সড়ক দূর্ঘটনায় গুরুত্বর আহত হয়ে অসহায় অবস্থায় শয্যাশায়ী । উন্নত চিকিৎসার জন্য তিনি অর্থের অভাবে ঢাকার পঙ্গু হাসপাতালে যেতে পারছেন না।
দেশ ও মানুষের সেবা করার জন্য তিনি সুস্থ হতে চান। তার উন্নত চিকিৎসার জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রী সাহায্য প্রার্থনা করেছেন তিনি।