বুধবার ● ১৬ আগস্ট ২০১৭
প্রথম পাতা » অপরাধ » নান্দাইলে ট্রাক চাপায় তাবলীগ জামাতের ২ মুসল্লীর মৃত্যু
নান্দাইলে ট্রাক চাপায় তাবলীগ জামাতের ২ মুসল্লীর মৃত্যু
ময়মনসিংহ অফিস :: (১ভাদ্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৪০মি.) ময়মনসিংহের নান্দাইলে মালবাহী দ্রুতগামী ট্রাকের চাপায় পথচারী তাবলীগ জামাতের দুই মুসল্লীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। এঘটনায় উত্তেজিত জনতা প্রায় ১ঘন্টা ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করে রাখলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।
১৬ আগষ্ট বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইলের চামটা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নান্দাইল উপজেলার কুতুবপুর গ্রামের তফাজ্জল হোসেন(৫৫),আতকাপাড়া গ্রামের সিরাজ মিয়া(৬৫)নামের তাবলীগ জামাতের এ দুই মুসুল্লী চামটা মসজিদে তিন দিনের নেছাব (তাবলীগ জামাত)করতে আসেন। বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের চামটা এলাকায় মসজিদ থেকে বের হয়ে রাস্তা অতিক্রম করার সময় কিশোরগঞ্জগামী মালবাহী দ্রুতগামী ট্রাক তাদের চাপা দিলে তাদের দেহ থেতলে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
এ ঘটনায় উত্তেজিত জনতা প্রায় ১ঘন্টা ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করে রাখলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।
ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রুকুনুজ্জামান সিএইচটি মিডিয়াকে জানান,দূর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে রাস্তা থেকে থেতলে যাওয়া মরদেহ সরিয়ে নেয়ার ব্যবস্থা করার পাশাপাশি যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে চেষ্টা করা হয়।
নান্দাইল হাইওয়ে পুলিশের এআই শাহজাহান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক অজ্ঞাত ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে। লাশ উদ্ধার করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।