বৃহস্পতিবার ● ১৯ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » ভূমি সেবা সপ্তাহ চালুর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন ভূমি মন্ত্রী
ভূমি সেবা সপ্তাহ চালুর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিলেন ভূমি মন্ত্রী
ঢাকা প্রতিনিধি :: ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি. বলেছেন, অধিকাংশ ভূমি মালিক ভূমির পর্চা, খতিয়ান, খাজনা, খারিজ, জরিপ বা ভূমি ডিজিটালাইজড সম্বন্ধে জানেন না ৷ তিনি গণসচেতনতা গড়ে তুলতে ভূমির জটিল বিষয়াদি সম্বন্ধে জেলা পর্যায়ে ভূমি সেবা সপ্তাহ শিগগির চালু করার প্রতি গুরুত্বারোপ করেন ৷
আজ বিকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভাগীয় কমিশনারগণের সমন্বয়ে নভেম্বর ২০১৫ মাসের সমন্বয় সভায় ভূমি মন্ত্রী সভাপতির বক্তব্যে সংশ্লিষ্টদের প্রতি এ আহ্বান জানান ৷
ভূমি মন্ত্রী শরীফ বলেন, সিকোয়সন্তি ও পয়োসন্তি জমির সঠিক তথ্যের অভাবে অনেকসময় বন্দোবস্তযোগ্য কৃষি খাস জমির সঠিক হিসাব পাওয়া যায় না ৷ মন্ত্রী কৃষি ও অকৃষি খাস জমির সঠিক হিসাবের রিপোর্ট মন্ত্রণালয়ে প্রেরণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন ৷
সভায় ভূমি মন্ত্রী আরও বলেন, ভূমি মালিকদের গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষণের জন্য সারাদেশে ৩ হাজার জরাজীর্ণ ভূমি অফিসকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে ৷ তিনি বলেন, ইউনিয়ন পর্যায়ের ভূমি অফিসগুলো অত্যন্ত জরাজীর্ণ ও অরক্ষিত৷ তিনি সংশ্লিষ্টদের ভূমি অফিস নির্মাণের জন্য সাইট সিলেকশন করার নির্দেশ দেন ৷
ভূমিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত অগ্রাধিকার কাজের মধ্যে এবার একনেক সভায় ১০ হাজার গৃহহীন পরিবারকে গুচ্ছগ্রাম প্রকল্পের মাধ্যমে পুনর্বাসনের অনুমোদন পাওয়া গেছে ৷ তবে আমাদের ইচ্ছে আছে ৫১ হাজার পরিবারকে পুনর্বাসন করার ৷ তিনি সংশ্লিষ্টদের এ ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেন ৷ উল্লেখ্য, দেশের ৬১টি জেলার ৪৩২টি উপজেলা হতে ১০ লাখ ৩৫ হাজার ৭৮২টি ভূমিহীন পরিবার এবং ২ লাখ ৪৭ হাজার ২৬৭টি গৃহহীন পরিবারের তালিকা পাওয়া গেছে ৷
সভায় ভূমি উন্নয়ন কর আদায় কার্যক্রম, আন্তঃজেলা ও আন্তঃবিভাগ সীমানা বিরোধ নিষ্পত্তি ও জরিপ কার্যক্রম, ভূমি সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলাগুলোর তদারকি, বিভাগভিত্তিক ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয় ৷
সভায় অন্যান্যের মধ্যে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মাহফুজুর রহমান, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান ড. আবদুর রব হাওলাদার, ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আকরাম হোসেন, অতিরিক্ত সচিব পুন্যব্রত চৌধুরী, বিভাগীয় কমিশনারবৃন্দ ও যুগ্মসচিব আবুয়াল হোসেন এসময় উপস্থিত ছিলেন ৷ আপলোড : ১৯ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ১০.২০ মিঃ