বৃহস্পতিবার ● ১৭ আগস্ট ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে পাহাড় ধ্বসে নিহত পরিবারের মাঝে অর্থ প্রদান
কাউখালীতে পাহাড় ধ্বসে নিহত পরিবারের মাঝে অর্থ প্রদান
কাউখালী প্রতিনিধি :: (২ ভাদ্র ১৫২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৬মি.) কাউখালী উপজেলায় গত ১৩ জুন প্রবল বর্ষণ, পাহাড়ী ঢলে সৃষ্ঠ বন্যায় পাহাড় ধ্বসে নিহত ১২ পরিবারের মাঝে দুর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ হতে রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে কাউখালী উপজেলা প্রশাসনের সহায়তায় ১৭ আগষ্ট বৃহস্পতিবার সকালে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়।
সুত্র জানায়, কাউখালী উপজেলার চারটি ইউনিয়নে গত ১৩ জুন পাহাড় ধ্বসে মোট ২২জন লোক প্রাণ হারায়। উপজেলার বিভিন্ন এলাকায় মানুষের বাড়িঘর, ফলজ বাগান, বনজ বাগান ও গৃহপালিত পশু পাখির ব্যাপক ক্ষয় ক্ষতি সাধিত হয়। তার মধ্যে পাহাড় ধ্বসে নিহত ২২জনের ১২ পরিবারকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রনালয় হতে রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে কাউখালী উপজেলা প্রশাসনের সার্বিক সহায়তায় প্রতি মৃত ব্যাক্তির পরিবারকে ২ বান ঢেউটিন, নগদ ৬ হাজার টাকা ও চেকের মাধ্যমে ৫ হাজার টাকা করে প্রদান করা হয়।
এ সময় নিহত পরিবারের সদস্যদের হাতে নগদ টাকা ও ঢেউটিন তুলে দেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ নজরুল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার কমল বরন সাহা। এ সময় উপস্থিত ছিলেন ঘাগড়া ইউপি চেয়ারম্যান জগদীশ মাষ্টার, বেতবুনিয়া ইউপি চেয়ারম্যান খইচাবাই তালুকদার, কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যাজাই মারমা, ফটিকছড়ি ইউপি চেয়ারম্যান ধনকুমার চাকমা ও কাউখালী প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. ওমর ফারুক প্রমুখ।