বৃহস্পতিবার ● ১৭ আগস্ট ২০১৭
প্রথম পাতা » খুলনা » চিতলমারীতে প্রধান সড়কটি এখন বিপদ সংকেত
চিতলমারীতে প্রধান সড়কটি এখন বিপদ সংকেত
স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, বাগেরহাট জেলা সদর থেকে টুঙ্গিপাড়া যাতায়েতের সড়কটি প্রায় অধিকাংশ স্থানে খানা-খন্দের সৃষ্টি হয়েছে। এর মধ্যে চিতলমারী সদর বাজার সংলগ্ন স্থানে সড়কের অবস্থা খুবই নাজেহাল। এখানে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় প্রতি নিয়ত পণ্য বোঝাই ট্রাক ও যাত্রীবাহী বাস আটকে যাচ্ছে। ফলে দুর্ভোগের যেন অন্ত নেই। প্রতি দিন এ সড়ক দিয়ে শত শত সবজির ট্রাক ও মাছ বোঝাই ট্রাক রাজধানীতে যাতায়াত করে। এছাড়া বাস ও অন্যান্য যানবাহনসহ স্কুল-কলেজের শিক্ষার্থী এবং হাজার হাজার লোক যাতায়াত করে এখান থেকে। এ অবস্থায় সড়কটি চলাচলের অনেুাপযোগি হয়ে পড়েছে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের যাতায়েতে চরম সমস্যার সৃষ্টি হয়েছে।
চিতলমারী সদর বাজারের ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন শেখ, রাজু আহম্মেদ মুন্সি, সুজন শেখসহ অনেকে ক্ষোভ প্রকাশ করে জানান, সড়কের যে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে তাতে করে কেউ এখন এখান থেকে যাতায়েত করতে চান না। পাশের বাইপাশ সড়ক ব্যবহার অনেকে। এতে করে সড়কের আশপাশের ব্যবসায়ীদের বেচা-কেনা কমে গেছে। ঈদে লোকজন ঘরে ফিরতে দারুণ সমস্যার সৃষ্টি হবে বলেও জানান তারা। এ অবস্থায় দ্রুত সড়কটি মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসি।
এ ব্যাপারে বাগেরহাট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আনিছুর জামান মাসুদ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, সড়কটির জন্য বরাদ্ধ হয়েছে। আগামিতে এর কাজ শুরু করা হবে।