শুক্রবার ● ১৮ আগস্ট ২০১৭
প্রথম পাতা » শিক্ষা » সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হলেন আয়শা
সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হলেন আয়শা
সিলেট প্রতিনিধি :: (৩ ভাদ্র ১৫২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২০মি.) শ্রেষ্ট শিক্ষিকার খেতাব তার জন্য নতুন নয়। তবে নতুন হল আগে উপজেলা পর্যায়ের শ্রেষ্ট শিক্ষিকা আর এখন জেলা পর্যায়ের শ্রেষ্ট শিক্ষিকা অর্থাৎ এবার সে সাফল্যের ব্যাপ্তি আরো বিস্তৃত হয়েছে। বলছিলাম দক্ষিণ সুরমা উপজেলার হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকা মোছাম্মাৎ আয়শা খাতুন’র কথা।
আগের মাসেই দক্ষিণ সুরমা উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়া মোছাম্মাৎ আয়শা খাতুন এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা নির্বাচিত হয়েছেন।
সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকা হিসেবে নির্বাচিত আয়শা খাতুন দক্ষিণ সুরমার হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে দায়িত্বে আছেন।
শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান রাখার স্বীকৃতি হিসেবেই তাকে জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন করা হয়।
মেধাবী শিক্ষিকা আয়শা খাতুন দীর্ঘদিন ধরে দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি শিক্ষামূলক ও সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছেন।
আয়শা খাতুন দক্ষিণ সুরমা উপজেলার আলমপুরের মরহুম ইউসুফ আলী কুটু মিয়া ও মোছাম্মাৎ রাহিমা খাতুনের মেয়ে। পাঁচ ভাই-বোনের মধ্যে সবার ছোট আয়শা লালবাজার ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এবং দৈনিক শুভ প্রতিদিনের প্রধান বার্তা সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মঈন উদ্দিনের ছোট বোন।