শনিবার ● ১৯ আগস্ট ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ৬ দিনে ২ স্ত্রী তালাক : কৃষকলীগ নেতা জাকারিয়ার বিরুদ্ধে মামলা
৬ দিনে ২ স্ত্রী তালাক : কৃষকলীগ নেতা জাকারিয়ার বিরুদ্ধে মামলা
ময়মনসিংহ অফিস :: (৪ ভাদ্র ১৫২৪ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০মি.) ময়মনসিংহের ভালুকা উপজেলা কৃষকলীগ এডহক কমিটির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম জাকারিয়ার বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে আদালতে মামলা দায়ের করেছেন তার দ্বিতীয় স্ত্রী তাবাসসুম শিশির। শিশির ভালুকা পৌরসভার ৯নং ওয়ার্ড কাঠালী গ্রামের আইয়ুব উল্লাহ’র মেয়ে।
ময়মনসিংহের বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে (মামলা নং সি.আর ৪২২ তারিখ- ১৩/০৮/২০১৭ ইংরেজি) এই মামলা দায়ের করা হয়।
মামলার আর্জিতে শিশির উল্লেখ করেন, গত ৪ সেপ্টেম্বর ২০১৬ইং তারিখে ২০ লাখ টাকা দেন মোহর ধার্য করে কাবিন রেজিষ্ট্রির মাধ্যমে তাদের বিয়ে হয়। বিয়ের পর শিশির জানতে পারে জাকায়িার প্রথম স্ত্রী ও সন্তান রয়েছে। শিশিরের অভিযোগ, জাকারিয়া তার সাথে প্রতারনা করেছেন।
প্রসঙ্গত : গত ১ আগষ্ট জাকারিয়ার তার প্রথম স্ত্রী সুপ্তী আক্তারকে এবং ৬ আগষ্ট দ্বিতীয় স্ত্রী তাবাসসুম শিশিরকে কাজির মাধ্যমে তালাক প্রদান করেন। জাকারিয়ার এহেন কর্মকান্ডে তীব্র নিন্দা জানিয়েছেন ভালুকা পৌর কৃষকলীগের সভাপতি আব্দুল লতিফ ও বিভিন্ন ইউনিয়নের কৃষকলীগসহ আ’লীগ নেতাকর্মীরা।
এদিকে ভালুকার ওই কৃষকলীগ নেতার ছয় দিনের ব্যবধানে দুই স্ত্রী তালাকের ঘটনায় সামাজিক যেগাযোগ মাধ্যমসহ উপজেলার সর্বত্র নিন্দার ঝড় উঠেছে।